১৪ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও উত্তর

আসসালামুয়ালাইকুম। আজ আমরা আপনাদের জানাতে চলেছি ১৪ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও উত্তর। এই ১৪ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও উত্তর জানা থাকলে আপনি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে আরও একধাপ এগিয়ে গেলেন। ১৪ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও উত্তর জানলে বিসিএস প্রস্তুতি আরও ভালো হবে। কারণ আগের বিসিএস প্রশ্ন থেকেও বারর বার একই প্রশ্ন দেওয়া হয় তো চলুন শুরু করছি ১৪ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও উত্তর 

১৪ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও উত্তর 

১৪ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও উত্তর
১৪ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও উত্তর 


১৪ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও উত্তর

 

~জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী- এটি কার ঘোষণা?

Ans : দুদু মিয়া 


~১৯৫২ সালের তত্কালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?

→এক রাজনৈতিক মতবাদের

→এক সাংস্কৃতিক আন্দোলনের

→এক নতুন জাতীয় চেতনার

→এক নতুন সমাজ ব্যবস্থার

Ans: এক নতুন জাতীয় চেতনার


~বাংলাসাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্হ কোনটি?

→জগৎ মোহিনী

→বসন্ত কুমারি

→আয়না

→মোহিনী প্রেমপাস

Ans: বসন্ত কুমারি


~কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?

Ans: প্রমথ চৌধুরী


~আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?

Ans: ফকির গরীবুল্লাহ


~ কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?

→আনোয়ার পাশা

→ইস্তাম্বুল যাত্রীর পত্র

→কুচবরণ কণ্যা

→সোনার শিকল

Ans: কুচবরণ কণ্যা 


~‘বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেধে সেধে কেঁদে কেঁদে, যাবে কত যামিনী’- এই কবিতাংশটুকুর কবি কে?

Ans: কাজী নজরুল ইসলাম


~কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি?

১৯০৩-১৯৭৬ ইং

১৮৮৯-১৯৬৬ ইং

১৮৯৯-১৯৭৯ ইং

১৯১০-১৯৮৭ ইং

Ans: ১৯০৩-১৯৭৬ ইং


9. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-

→ভবিষ্যত বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়

→বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে

→প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী

→ভাঙ্গার পরেই গড়ার কাজ শুরু হয়

Ans: ভবিষ্যত বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়


~বাংলা ভাষার আদি স্তরের স্হিতিকাল কোনটি?

দশম থেকে চতুর্দশ শতাব্দী

একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী

দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী

ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী

Ans: দশম থেকে চতুর্দশ শতাব্দী


কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?

Ans: ঈশ্বরচন্দ্র গুপ্ত


~শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত হবে? 

Ans: ২৫,০০০ টাকা


দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশী। সংখ্যাটি উহার অংকদ্বয়ের সমষ্টির তিনগুন অপেক্ষা ৪ বেশী। সংখ্যাটি কত?

Ans: ২৫

~ এক গোয়ালা তার n সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্নলিখিত ভাবে বন্টন করে দিল। প্রথম পুত্রকে ১/২ অংশ, দ্বিতীয় পুত্রকে ১/৪ অংশ, তৃতীয় পুক্রকে ১/৫ অংশ এবং বাকি ৭ টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত?

Ans: ১৪০


~ এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়?

Ans: ১০০ কিলোগ্রাম


~ কোন মাধ্যম শব্দের গতি সবচেয়ে কম?

→শূণ্যতায়

→তরল পদার্থে

→বায়বীয় পদার্থে

→কঠিন পদার্থে

Ans: বায়বীয় পদার্থে


~ দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রং এর আলোর?

→লাল

→সবুজ

→নীল

→বেগুনি

Ans: বেগুনি


~কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?

Ans: প্রতিধ্বনি


~ একটি ঘড়িতে ৬ টার ঘন্টাধ্বণি ঠিক ৬ টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে। ঐ ঘড়িতে ১২ টার ঘন্টাথ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? (ঘন্টাথ্বনি সমান সময় ব্যবথানে বাজে)


Ans: ১০ সেকেন্ড



~‘এভিকালচার’ বলতে কি বোঝায়?

→উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদী

→পাখি পালন বিষয়াদি

→বাজ পাখি পালন বিষয়াদি

→উড়োজাহাজ ব্যবস্হাপনা

Ans: পাখি পালন বিষয়াদি


~কোন রংয়ের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?

→সাদা

→কালো

→লাল

→ধূসর

Ans: কালো


~ বজ্রপাতের সময় আপনি নিজের গাড়িতে করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?

Ans: গাড়ির মধ্যেই বসে থাকবেন


~ কোথায় সাতার কাটা সহজ?

Ans: সাগরে


~ সাধারন বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয়? 

Ans: নাইট্রোজেন



রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফর্মে দাড়ান ব্যাক্তির কাছে বাঁশীর কম্পনাঙ্ক

→আসলের সমান হবে

→আসলের চেয়ে বেশী হবে

→আসলের চেয়ে কম হবে

→আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে



Ans: আসলের চেয়ে বেশী হবে

~ The walls of our house have been painted ___green.

→by

→in

→with

→no preposition

Ans: no preposition


~ কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত?

Ans: আট কপালে


~যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?

Ans: দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন


~ ‘রাবণের চিতা’ বাগধারা টির অর্থ কী?

→অনিষ্ট ইষ্ট লাভ

→চির অশান্তি

→অরাজক দেশ

→সামান্য কিছু নিয়ে ঝগড়া

Ans: চির অশান্তি


~. মৌলিক শব্দ কোনটি?

→গোলাপ

→শীতল

→নেয়ে

→গৌরব

Ans: গোলাপ


~. যার কোন মূল্য নেই,তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হয়?

Ans: ঢাকের বাঁয়া


~বাংলা লিপির উৎস কী

Ans: ব্রাহ্মী লিপি


~. কোনটি বিশেষণ বাক্যের শব্দ?

→জীবন

→জীবনী

→জীবিকা

→জীবাণু

Ans: জীবনী


~ ধ্বনি নির্দেশক প্রতীক→

Ans: ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ


~জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-

Ans: নদী


~ ঘোড়াশাল সার কারখানার উৎপাদিত সারের নাম কি

Ans: ইউরিয়া


~প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস(World habitat day) পালিত হয়?

Ans: প্রথম সোমবার


~ ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?

Ans: বাংলা ১১৭৬


~বাংলাদেশর মত্স আইনে কত সে.মি কত দৈর্ঘ্যর রুই মাছের পোনা মারা নিষেদ?

Ans: ২৩


~বাংলাদেশের প্রধান জাহাজ নির্মান কারখানা কোথায় অবস্থিত?

Ans: খুলনা


~ নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক

Ans: মারমা


~কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠী কে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে?

Ans: গ্রামীণ ব্যাংক


~চন্দ্রঘোনা কাগজ কলের কাঁচামাল কি?

Ans: বাঁশ


~দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?

Ans: উয়ন


~ক্যাটালন কোন দেশের ভাষা

Ans: স্পেন


~পপি উত্পাদনের ক্ষেত্রে কোন দেশ গুলোকে ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ বলা হয়?

Ans: মায়ানমার, থাইল্যান্ড, লাওস


~তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?

Ans: ১৯৬৬ সালের ১০ জানুয়ারী


~বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে?

Ans: লিওনার্দো দ্যা ভিঞ্চি


~কোন দেশটি আরব দেশের অর্ন্তভুক্ত নয়?

Ans: ইরান

~রাজিব গান্ধীকে হত্যার জন্য বোমা বহন কারী আত্নঘাতী মহিলার নাম কি?
Ans: ধানু

~কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?
→IBRD
→IDA
→IMF
→IFC
Ans: IMF


~কোনটি ‘ওআইসি’(OIC) এর অংগ সংস্থা নয় ?
→আন্তর্জাতিক ইসলামী আদালত
→সাধারণ সচিবালয়
→ইসলামী উন্নয়ণ ব্যাংক
→ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র

Ans: ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র


~ কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয?
Ans: ১৯৬৬


~মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিলো?
Ans: ১০ এপ্রিল,১৯৭১


~কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যর রাজা ও রাণীকে তাদের রাষ্ট্র প্রধান হিসেবে স্বীকার করে?

Ans: অষ্ট্রেলিয়া


~A speech full of too many words is-
→A big speech
→Maiden speech
→An unimportnt speach
→A verbose speech

Ans: A verbose speech


~To meet trouble half way means-

Ans: To be puzzled


~ What is the meaning of the idiom ‘a round dozen’?

Ans: A full dozen


~. You should "show good manners" in the company of young ladies- Which is the appropriate phrase for the underlined expression above?
→Behave gently
→Practice manners
→Behave yourself
→Do not talk rudely

Ans: Behave gently


~Trying unitedly we were able to have our project approved 'against' strong oppositions. which of the following says nearly the same as 'against' above?
→In the wake of
→In the guise of
→In the plea of
→In the teeth of

Ans: In the teeth of


~Not many people can commit such a heinous crime 'in cold blood'. What does the quoted idiom mean?
→In cool brain and calculeted thought
→So patiently and thoughtfully
→So impatiently and thoughtlessly
→Stirred by sudden emotion

Ans: In cool brain and calculeted thought


~ People who assume that no evil can befall them are foolishly-
→Ardent
→Complacent
→confident
→apprehensive

Ans: Complacent


~. One who unduly forwards in rendering services for others is not generally liked in society-
Which of the following words represents truly the character of the person mentioned here?
→Benevolent
→Official
→Officious
→Bureaucratic

Ans: Officious


~The second anniversary celebration of our college will be held on December,15.
which of the following is the correct phrase for ‘will be held’

Ans: comes off


~ ‘Dog day’ means-

Ans: hot weather


~ What kind of man is quite the opposite type of “supercilious”?
→Affable
→Haughty
→Disdainfull
→Wicked

Ans: Affable


~১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংলটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০০ কোণে স্পর্শ করলো খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল?

Ans: ৬ ফুট


~ How many eggs have your hens _ this month?
→lain
→aid
→lay
→lied

Ans: laid


~ Can you tell me where ________?
→Does Mr. Ali live
→Mr. Ali doesn’t live
→Mr. Ali lives
→Lives Mr. Ali

Ans: Mr. Ali lives


~ Now-a-days many villages are lit ----- Electricity. Which is the correct preposition in the above blank?

Ans: with


~ বাংলাদেশর সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?

Ans: ১২ অক্টোবর,১৯৭২

আরও জানুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ