ভারত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর | Questions and answers about India
আসসালামুয়ালাইকুম। আজ আমরা আপনাদের জানাতে চলেছি ভারত সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। আমাদের বিভিন্ন পরীক্ষা যেমন বিসিএস,প্রাইমারি নিবন্ধন ইত্যাদি তে ভারত কে নিয়ে বিভিন্ন প্রশ্ন ও উত্তর থাকে। তাই ভারত সম্পর্কিত সাধারন জ্ঞান গুলো আপনার জানা খুবই দরকার। আজ আপনারা জানতে পারবেন ভারতকে নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। যা জানার ফলে ভারতকে নিয়ে কুইজ বা ভারত সম্পর্কিত কুইজ এ দক্ষ হবেন। তো শুরু করছি ভারত gk বা ভারত সম্পর্কিত mcq
ভারত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর |
ভারত সম্পর্কিত সাধারন জ্ঞান
১. ভারত কে আবিষ্কার করেন?
উত্তর: পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা
২. ভারত কত সালে আবিষ্কৃত হয়?
উত্তর: ১৪৯৮ সালে
৩. ভারতের রাষ্ট্রীয় নাম কি?
উত্তর: রিপাবলিক অব ইন্ডিয়া।
৪. ভারতের রাজধানীর নাম কি?
উত্তর: নয়াদিল্লী
৫. আয়তনে ভারত বিশ্বের কততম দেশ?
উত্তর: ৭ম।
৬.জনসংখ্যায় ভারত বিশ্বের কততম দেশ?
উত্তর: ২য়।
৭.ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তর: নরেন্দ্রমদি
৮.ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি?
উত্তর: নিরাপদ ভবন।
৯.ভারতের মুদ্রার নাম কি?
উত্তর: রুপি
১০.ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে?
উত্তর: রাম নাথ কোবিন্দ।
১১.মুসলিম বিশ্বের বাইরে মুসলিম জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি?
উত্তর: ভারত।
১২.বাঙালি হিসেবে ভারতের ১ম প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর: প্রণব মুখার্জি।
১৩.ভারতের সবচেয়ে বৃহত্তম শহরটি হলো-
উত্তর: কলকাতা।
১৪.কোনটিকে ভারতের প্রবেশদার বলা হয়?
উত্তর: মুম্বাই।
১৫.সারাবিশ্বের মধ্যে সর্বোচ্চ সরকারি ভাষা রয়েছে -
উত্তর: ভারতে।
১৬.জাতির জনক হওয়া সত্তেও প্রধানমন্ত্রী হননি -
উত্তর: মহাত্মা গান্ধী।
১৭.WIFI শহর বলা হয় কোন শহরকে?
উত্তর: ভরতের বেঙ্গালুরু-কে।
১৮.ভরতের কততম প্রধানমন্ত্রী হিসেবে লালবাহাদুর শাস্ত্রী নির্বাচিত হয়েছিলেন?
উত্তর: ৩য়।
১৯.মাদার তেরেসা নোবেল পান-
উত্তর: শান্তি-তে,১৯৭৯ সাল-এ
২০.D–8 এর সদস্য দেশ নই-
উত্তর: ভারত।
২১.সার্ক দুর্যোগ ব্যাবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: নয়াদিল্লী,ভারত।
২২.'Statue of Unity'- অবস্থিত-
উত্তর: গুজরাট,ভারত।
২৩.১ম বাঙালি ও ২য় ভারতীয় হিসেবে কে অস্কার লাভ করেন?
উত্তর: সত্যজিৎ রায়।
২৪.কে 'নাইটিঙ্গেল অব ইন্ডিয়া' নামে পরিচিত?
উত্তর: সরোজিনী নায়ডু
২৫.শহরকে স্বর্ণ শহর (গোল্ড সিটি) বলা হয়?
উত্তর: জয়শলমারী, রাজস্থান।
২৬.ভারতের বিমানবন্দরের নাম কি?
উত্তর: দমদম।
২৭.কোন রাজ্য নিয়ে পাকিস্তান ও ভারতের বিরোধ চলছে?
উত্তর: কাশ্মীর।
২৮.কোন রাজ্যকে ভারতের ২৮ তম রাজ্য হিসেবে ঘোষনা করা হয়?
উত্তর: তেলেঙ্গানা।
২৯.ভরতের ১২ তম রাষ্ট্রপতি এবং ১ম মহিলা রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্বপালন করেন?
উত্তর: প্রতিভা পাতিল।
৩০.তাজমহল তৈরি করতে কত সময় লেগেছিল?
উত্তর: ২২ বছর।
৩১.সর্বাধিক দরিদ্র জনগোষ্ঠীর আবাসস্থল কোন দেশ?
উত্তর: ভারত।
৩২.বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ কোনটি?
উত্তর: ভারত।
৩৩.ভারতে কার হাত ধরে মুদ্রা প্রবর্তিত হয়?
উত্তর: ইলতুৎমিশ।
৩৪.ভরতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি?
উত্তর: রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।
৩৫.কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তর: স্যার এলিজা ইম্পি।
৩৬.ভারতের কমান্ডো বাহিনির নাম কী?
উত্তর: ব্লাক ক্যাট।
৩৭.বিখ্যাত কুতুব মিনার ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: দিল্লি।
৩৮.ভারতের বর্তমান মানুষের গড় আয়ু কত?
উত্তর: ভারতে গড় আয়ু ৬৭ বছর (পুরুষ) এবং ৭০ বছর (মহিলা)।
৩৯.ভারতের সিকিম রাজ্যের রাজধানীর নাম কী?
উত্তর: গ্যাংটিক।
৪০.ভারতীয় সিভিল সার্ভিসের জনক কে?
উত্তর: লর্ড কর্নওয়ালিস।
৪১.গভর্নর জেনারেল “ব্রিটিশ ভারতের আকবর” নামে পরিচিত কে?
উত্তর: লর্ড ওয়েলেসলি।
৪২.গভর্নর জেনারেল যিনি নিজেকে ‘বেঙ্গল টাইগার’ বলে ডাকতেন?
উত্তর: লর্ড ওয়েলেসলি
৪৩.ভারতে প্রথম টেলিগ্রাফ লাইন কোনটি?
উত্তর: কলকাতা – ডায়মন্ড হারবার।
৪৪.ভারতের রেলপথ চালু হয়েছিল কখন?
উত্তর: এপ্রিল ১৬, ১৮৫৩।
৪৫.ভারতের রেলপথের জনক কে?
উত্তর: লর্ড ডালহৌসি।
৪৬.ভারতে আধুনিক ইংরেজি শিক্ষার জনক কে?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
৪৭.ভারতবর্ষে ল্যাপ্সের মতবাদ চালু হয়েছিল কখন?
উত্তর: ১৮৪৮ সালে।
৪৮. গভর্নর যিনি “ব্রিটিশ ভারতের বাবর” নামে পরিচিত ছিল?
উত্তর: রবার্ট ক্লাইভ।
৪৯. গভর্নর যিনি বাংলায় দাঙ্গা ব্যবস্থা নিয়ে এসেছিলেন?
উত্তর: রবার্ট ক্লাইভ।
৫০. কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তর: স্যার এলিজা ইম্পি।
৫১. ভারতের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়?
উত্তর:চেরাপুঞ্জি, মেঘালায়
Mcq on India আর্টিকেল টি কেমন লাগলো? ভালো লাগলে ভারত(India) সম্পর্কিত প্রশ্ন ও উত্তর pdf টি বন্ধুদের মাঝে শেয়ার করুন। তো শেষ করছি ভারতকে নিয়ে mcq বা ভারত কে নিয়ে সাধারন জ্ঞান আর্টিকেলটি।