বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ টি প্রশ্ন ও উত্তর
আসসালামুয়ালাইকুম। আজ আমরা বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ টি প্রশ্ন ও উত্তর দেখবো। আজকের এই বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ টি প্রশ্ন ও উত্তর এ বঙ্গবন্ধুর জীবনী ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান দেখবো। নিম্নে বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ টি প্রশ্ন ও উত্তর দেওয়া হলো
বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ টি প্রশ্ন ও উত্তর |
বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ টি প্রশ্ন ও উত্তর
১/ বাংলাদেশের ইতিহাসে ১৯২০ সালের ১৭ ই মার্চ দিনটি গুরুত্বপূর্ণ কেনো ?
উত্তর : ঐ দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম গ্রহণ করেন।
২/ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্ম গ্রহণ করেন??
উত্তর : গোপালগঞ্জ জেলার পাটগাতি ইউনিয়ানের টুঙ্গিপাড়া য় জন্ম গ্রহণ করেন।
৩/ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশ দিয়ে প্রবাহিত নদীর নাম কি?
উত্তর : মধুমতির শাখা বাইগার নদী।
৪/ তিনি তার বাবা মায়ের কত তম সন্তান?
উত্তর : ৩ য় তম।
৫/ তার ভাই বোনের নাম কি?
উত্তর : তার বড় বোন,– ফাতেমা বেগম, মেজ বোন – আছিয়া বেগম, সেজ বোন – হেলেন বেগম, ছোট বোন – লাইলী বেগম এবং ছোট ভাই – শেখ নাসের।
৬/ তাকে তার মা –বাবা কি নামে ডাকতেন?
উত্তর : খোকা নামে।
৭/ তার নাম কে রাখেন?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম করণ করেন তার নানা।
৮/ কোন সালে শেখ মুজিবুর রহমান স্কলে ভর্তি হন?
উত্তর : ১৯২৭ সালে।
৯/ বঙ্গবন্ধু গোপালগঞ্জ পাবলিক স্কলে কত সালে ভর্তি হন?
উত্তর : ১৯২৯ সাল।
১০/ আব্দুর বর সেরনিয়াবাত কে ছিলেন?
উত্তর : বঙ্গবন্ধুর ভগ্নিপতি এবং স্বাধীন বাংলাদেশ সরকারের মন্ত্রী।
বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ টি প্রশ্ন ও উত্তর
১১/ তিনি কোন টিমে ফুটবল খেলতেন?
উত্তর : গোপালগঞ্জ ওয়ান্ডারার্স ফুটবল টিম।
১২/ বঙ্গবন্ধু ওফজিলাতুন নেশা মুজিবের প্রথম সন্তান জন্ম হয় কত সালে?
উত্তর : ১৯৪৭ সালের ১৮ সেপ্টেম্বর।
১৩/ ঢাকা থেকে টুঙ্গিপাড়ার দূরত্ব কত?
উত্তর : ১৫২ কিমি।
১৪/ তিনি তার জীবনে প্রথম কারাভোগ করেন কত দিন?
উত্তর : ৭ দিন।
১৫ / ইসলামিয়া কলেজের বর্তমান নাম কি?
উত্তর : মাওলানা আজাদ কলেজ।
১৬/ বঙ্গবন্ধুর সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবে কোথায় প্রথম দেখা হয়?
উত্তর : ১৯৪১ সালে, ফরিদপুরে
১৭/ কত সালে তিনি নিখিল মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন?
উত্তর : ১৯৪০ সালে।
১৮/ সিরাজগজ্ঞে অনুষ্ঠিত বাংলা প্রাদেশিক সম্মেলন কড সালে অনুষ্ঠিত হয়?
উত্তর ১৯৪২ সালে।
১৯/ কত সালে তিনি বেঙ্গল মুসলিম লীগে যোগ দেন তিনি?
উত্তর : ১৯৪৩ সালে।
২০/ ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলে তিনি কত নম্বর কক্ষে থাকতেন?
উত্তর : ২৪ নম্বর।
বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ টি প্রশ্ন ও উত্তর
২১/ কত সালে বঙ্গবন্ধু বিএ পাশ করেন?
উত্তর : ১৯৪৮ সালে।
২২/ কত সালে সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
উত্তর : ১৯৪৮ সালের ২ রা মার্চ।
২৩/ কোন হলে সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
উত্তর : ফজলুল হক মুসলিম হলে বঙ্গবন্ধুর প্রাস্তাবক্রমে এটি গঠিত হয়।
২৫/ পূর্ব পাকিস্তানে মুসলিম ছাত্র লীগ গঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৪৮ সালে ৪ জানুয়ারি
২৬/ ১৯৪৮ সালের ১১ ই মার্চ বঙ্গবন্ধু কে কেনো গ্রেফতার করা হয়।
উত্তর : রাষ্ট্র ভাষা বাংলা করার দবিতে পিকেটিং করার জন্য।
২৭/ কবে তিনি গণতান্ত্রিক যুবলীগ গঠন করেন?
উত্তর : ১৯৪৭ সালের ৬ সেপ্টেম্ব।
২৮/ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন ?
উত্তর আইন বিভাগের।
২৯/ তার কত সালে ছাত্র রাজনীতির অবসান ঘটে?
উত্তর : ১৪৪৯ সালে।
৩০/ তিনি কেনো লাহরে গিয়েছিলেন?
উত্তর : হোসেন শহীদ সোহারাওয়ার্দীর সাথে দেখা করতে।
বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ টি প্রশ্ন ও উত্তর
৩১/ ছাত্র লীগের প্রথম কাউন্সিল অধিবেশনে বঙ্গবন্ধু সভাপতিত্ব করেন কত সালে?
উত্তর : ১৯৪৯ সালে।
৩২/ এটি কোথাই অনুষ্ঠিত হয়?
উত্তর : ঢাকার তাজমহল সিনেমা হলে।
৩৩/ তিনি কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বহিস্কৃত হয়েছিলেন?
উত্তর : ১৪৪৯ সালে।
৩৪/ ১৯৪৯ সালে বঙ্গবন্ধু আওমী মুসলিম লীগের কোন পদ লাভ করেন?
উত্তর : যুগ্ন সাধারণ সম্পাদক।
৩৫/ সেই সময় আওমী মুসলিম লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে ছিলো?
উত্তর : হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি।
৩৭/ তিনি কত সালের কত তরিখ আমরণ অনশন শুরু করেন?
উত্তর : ১৯৫২ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে১৩ দিন অনশন করেন।
৩৮/ তিনি কবে আওমী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন?
উত্তর : ১৯৫৩ সালের ৯ জুলাই।
৩৯/ কত সালে তিনি পূর্ব বাংলা আইন সাভার সদস্য নির্বাচিত হন?
উত্তর : ১৯৫৪ সালের ১০ মার্চ।
৪০/তিনি কোন আসনে কত ভোটের ব্যবধানে বিজয়ী হন?
বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ টি প্রশ্ন ও উত্তর
উত্তর : গোপালগঞ্জ আসনে। ১৩,০০০ ভোটে।
৪১/ কোন মন্ত্রী সভায় বঙ্গবন্ধু সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উত্তর : ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের মন্ত্রী সভায় ।
৪২/ ঐ মন্ত্রী সভায় তিনি কোন দপৃতরের দায়িত্ব পান?
উত্তর : কৃষি ও বন দপ্তর। ৪
৪৩/ কত সালে আওমী মুসলিম লীগ থেকপ মুসলিম শবৃদটি প্রত্যাহার করা হয়?
উত্তর : ১৯৫৫ সালের,২১ অক্টেবর।
৪৪/ কার প্রস্তাবে এটি করা হয়?
উত্তর : বঙ্গবন্ধুর।
৪৫/ ১৯৫২ সালের কত তারিখ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর কারাগারে নিয়ে যাওয়া হয়?
উত্তর : ১৫ ফেব্রুয়ারি।
৪৬/ তিনি প্রথম বিদেশ সফর করেন কোথায়?
উত্তর : চীনে।
৪৭/ তিনি কত সাল চীনে সফরে গিয়েছিলেন?
উত্তর : ১৯৫২ সালে
৪৮/ তার শেষ বিদেশ সফর কোথাই?
উত্তর : জ্যামাইকার রাজধানী কিংস্টেনে।
৪৯/ তিনি কত সালে জ্যামাইকার রাজধানী কিংস্টেনে গিয়েছিলেন?
উত্তর : ১৯৭৫ সালের এপ্রিল মাসে।
৫০/কেনো তিনি জ্যামাইকা রাজধানী কিংস্টেনে গিয়েছিলেন?
উত্তর : কমনওয়েলথ রাষ্ট্রপ্রাধান গনের সম্মেলনে যোগদান করতে।
বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ টি প্রশ্ন ও উত্তর
৫১/ ১৯৫২ সালের ডিসেম্বর মাসের কোন সম্মেলনে বঙ্গবন্ধুর সাথে মাও সে তুং এর দেখা হয়?
উত্তর : চীন বিশ্বশান্তি সম্মলনে।
৫২/ কত দিন তিনি চা বোর্ডের নির্বাচিত চোয়ারম্যানের দায়িত্ব পালন করেন?
উত্তর : ১৯৫৭ সাল থেকে ১৯৫৮ সাল পর্যন্ত।
৫৩/ কত তারিখ বঙ্গবন্ধু মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেন?
উত্তর : ১৯৫৭ সালের ৩০ মে।
৫৪/ বঙ্গবন্ধু কোথাই ছয় দফা ঘোষণা করেন?
উত্তর : পাকিস্তানের লাহরে।
৫৫/ ছয় দফা দাবির মুল ভিত্তি কিছিলো?
উত্তর : ১৯৪০ সালের লাহরে প্রস্তাব।
৫৬/ কত সালে বঙ্গবন্ধু বাংলাদেশ আওমী লীগের সভাপতি নির্বাচিত হয়?
উত্তর : ১৯৬৬ সালের ১৮ মার্চ।
৫৭/ বঙ্গবন্ধুর ছয়দফাকে কিশের সাথে তুলোনা করা হয়েছে?
উত্তর : ম্যাগনাকার্টা এর সাথে।
৫৮/ বাঙালি জাতির মুক্তির সনদ কোনটি?
উত্তর : ছয় দফা।
৫৯/ কত সালে আগরতলা মামলা দয়ের করা হয়?
উত্তর : ১৯৬৮ সালে।
৬০/ এ মামলার আসামি কত জন ছিলো?
উত্তর : ৩৪ জন ।
বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ টি প্রশ্ন ও উত্তর
৬১/ উক্ত মামলার অভিযোগ কি ছিলো?
উত্তর : রাষ্ট্র দ্রোহীতা।
৬২/ এ মামলার বিচার কাজ কখন শুরু হয়?
উত্তর : ১৯৬৮ সালর ১৯ জুন।
৬৩/ উক্ত কাজটি কোথাই করা হয়?
উত্তর : ঢাকার সেনানিবাসে।
৬৪/ এ মামলার ১ নং আসামি কে ছিলো?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
৬৫/ মামলাটি কি নামে দয়ের করা হয়?
উত্তর : রাষ্ঠ্র বনাম শেখ মুজিব ও অন্যান্য।
৬৬/ কত সালে ১১ দফা দবি পেশ করা হয়?
উত্তর ১৯৬৯ সালে ৫ জানুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদে।
৬৭/ কত সালে আইয়ুব খান পদত্যাগ করে?
উত্তর : ১৯৬৯ সালের ১৭ অক্টোবর।
৬৮/ কত সালে এ দেশের নাম বাংলাদেশ করা হয়?
উত্তর : ৫ ডিসেম্বর ১৯৬৯।
৬৯/ শেখ মুজিবুর রহমান কে কত,সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় ?
উত্তর : ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
৭০/ বঙ্গবন্ধুর প্রথম কোটটি যিনি তৈরি করেন তিনি কি নামে পরিচিত?
উত্তর : রমার বাপ।
বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ টি প্রশ্ন ও উত্তর
৭১/ কত তারিখে ১৯৭০ সালের নির্বাচন হয়?
উত্তর : ৭ ডিসেম্বর।
৭২/ “জয় বাংলা ” বাঙালির স্লোগানের প্রবর্তক কে?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
৭৩/ ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধুর প্রতিক কি ছিলো?
উত্তর : নৌকা।
৭৪/ ৩০০ টি আসনের মধ্যে আওমী লীগ কত টি আসন লাভ করে?
উত্তর : ২৮৮ টি।
৭৫/ বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?
উত্তর : তৎকালীন ঢাকার রেসর্কোস ময়দানে।
৭৬/ পূর্ব পাকিস্তানের ১৬৯ টি আসনের মধ্যে আওমী লীগ কত টি পাই?
উত্তর : ১৬৭ টি।
৭৭/অপারেশন বিগ বার্ড কি?
উত্তর : ১৯৭১ সালে বঙ্গবন্ধু কে গ্রেপ্তার করার আভিযান.।
৭৮/ তিনি ২৪ বছরের শাসন কালে মোট কত দিন কারাগারে ছিলেন?
উত্তর : মোট ১৮ দফায় ১২ বছরের অধিক।
৭৯/ ভারতীয় মিত্রবাহিনী কবে বাংলাদেশের ভূখণ্ড ত্যাগ করে?
উত্তর : ১৯৭২ সালের ১৭ মার্চ।
৮০/ ৭ মার্চের ভাষণে কত লোক উপস্থিত ছিলেন?
বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ টি প্রশ্ন ও উত্তর
উত্তর : ১০ লক্ষাধীক।
৮১/ বঙ্গবন্ধু কে প্রপ্তারের পর কোথাই রাখা হয়?
উত্তর : পাকিস্তানে নিয়ে লায়ালপুর ( বর্তমানে ফয়সালাবাদ) কারাগারে।
৮২/ কবে তিনি কারাগার হতে মুক্তি পান?
উত্তর : ৮ জানুয়ারি ১৯৭২।
৮৩/ কখন বঙ্গবন্ধু ও তার পরিবারের সবাই কে হত্যা করা হয়?
উত্তর : ১৯৭৫ সালের ১৫ আগস্ট।
৮৪/ ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও অন্যান্যদের কোথায় দাফন করা হয়?
উত্তর : বঙ্গবন্ধু কে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় ও অন্যান্যদেরকে ঢাকার বনানি গোরস্থানে।
৮৫/ সরকার প্রধান হিসেবে তার প্রথম রাষ্ট্রী সফর কোনটি?
উত্তর : সোভিয়েত ইউনিয়নের আমন্ত্রণে মস্কো সফর।
৮৬/ তিনি কত সালে কৃষি বিপ্লবের জন্য ডাক দেন?
উত্তর : ১৯৭২ সালে।
৮৭/ তিনি কবে ভারতের প্রাধান মন্ত্রী শ্রীমতি ইন্দ্রিয়া গান্ধীর সাথে দেখা করেন?
উত্তর : ১৯৭২ সালের ১০ জানুয়ারি ।
৮৮/ তিমি কবে দেশে ফিরেন?
উত্তর : ১০ জানুয়ারি ১৯৭২ সালে।
৮৯/ কখন বাংলাদেশের উন্নয়ের জন্য প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রনায়ণ করা হয়?
উত্তর : ১৯৭৩ সালে।
৯০/ বঙ্গবন্ধু টেসৃট রিলিফ কর্ম সূচি কখন চালু করেন ?
উত্তর : ১৯৭৩ সালে।
বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ টি প্রশ্ন ও উত্তর
৯১/ ডাকসুতে বঙ্গবন্ধু কে কিভাবে সম্নাননা জানানো হয়?
উত্তর : আজীবন সদস্য পদ দিয়ে।
৯২/ তিনি কত সালে ওপ্রথম বাংলা গেজেট প্রকাশ করেন?
উত্তর : ১৯৭২ সালর ১৪ জানুয়ারি ।
৯৩/ জাতীয় অর্থনৈতিক পরিষদ গঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৭২ সালে ২৫ জানুয়ারি ।
৯৪/ তিনি কবে ন্যাশনাল পে গঠন করেন?
উত্তর : ১৯৭২ সালে।
৯৫/ তিনি কখন জাতীয় রক্ষীবাহিনী গঠন করেন?
উত্তর : ১৯৭২ সালের ৭ মার্চ।
৯৬/ বঙ্গবন্ধু সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হয় কত সালে?
উত্তর : ১৯৭৩ সালে ২ জুন।
৯৭/ ১৯৭৩ সালে নির্বাচে তিনি কোন কোন আসন থেকে নির্বাচন করেন?
উত্তর : ঢাকা ১২,ঢাকা ১৫ এবং ফরিদপুর ১১।
৯৮/ তিনি কত সালে জুলিও করিও শান্তি পদক পান ?
উত্তর ১৯৭৩ সালে।
৯৯/ তিনি কবে ঢাকা পৌরসভা কে সিটি কর্পোরেশনে রুপান্তর করেন?
উত্তর : ১৯ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে।
১০০/ বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম আর্টিলারি নাম কি?
উত্তর : মুজিব ব্যাটারি।
বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ টি প্রশ্ন ও উত্তর
তো কেমন লাগল আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ টি প্রশ্ন ও উত্তর পর্ব। যদি ভালো লাগে তাহলে বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ টি প্রশ্ন ও উত্তর পোস্টটি শেয়ার করুন।
https://www.techzonebd.info/2024/01/e-passport-apply.html
আরও জানুন
জাতিসংঘ বিষয়ক প্রশ্ন ও উত্তর
সাম্প্রতিক বাংলাদেশ ২০২১ mcq
আরও জানুন
জাতিসংঘ বিষয়ক প্রশ্ন ও উত্তর
সাম্প্রতিক বাংলাদেশ ২০২১ mcq