আসসালামুয়ালাইকুম। আজ আমরা নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ কিছু সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে। যেগুলো অধ্যায়ন এর ফলে আপনি সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর এ আর দক্ষ হয়ে উঠবেন। bcs পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারন জ্ঞান ২০২১ এবং বাংলাদেশ বিষয়াবলী বিষয়গুলো জানা অত্যান্ত জরুরি। বিভিন্ন চাকরির সাধারন জ্ঞান পরীক্ষায় ভালো ফলাফল করবেন আশা করছি। বিশ্বের টুকিটাকি সাধারন জ্ঞান জানতে নিচের পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন আর আপনি দক্ষ হয়ে উঠুন সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর এ
![]() |
সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর |
♦কবর নাটকটির লেখক কে?
উত্তর: মুনির চৌধুরী
♦আনারস এবং চাবি কোন ভাষার শব্দ?
উত্তর: প্রর্তুগ্রীজ ভাষা
♦ক্রিয়া পদের মুল অংশকে কি বলা হয়?
উত্তর : ধাতু
♦আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির রচিয়তা কে?
উত্তর: আব্দুল গাফফার চৌধুরি
♦রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ কি?
উত্তর: রত্ম+আকর
♦বাংলায় টি, এস, এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে?
উত্তর: বিষ্ণু দে
♦আগ্নিবীণা কাব্য গ্রন্থে সংকলিত প্রথম কবিতা কি?
উত্তর: প্রলয়উল্লাস
♦রবীন্দ্রনাথের রচিত 'শেষের কবিতা' কি?
উত্তর: একটি উপন্যাস
♦কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক কে?
উত্তর: গিরিশ চন্দ্র সেন
♦Who is the author of "India Wins Freedom"?
উত্তর: Abul kalam azad
সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর
♦বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে?
উত্তর: সম্রাট আকবর
♦পাহাড়পুড়ের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল?
উত্তর: সোমপুর মহাবিহার
♦বাংলাদেশে চীনামাটির সন্তান পাওয়া গেছে কোথায়?
উত্তর: বিজয়পুর
♦ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯২১ সালে
♦ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন কে?
উত্তর: শায়েস্তা খান
♦অগ্নশ্বির” কানাইবাশী” “মোহনবাশী” “বীটজবা” কি জাতীয় ফলের নাম?
উত্তর: কলা
সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর
♦বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে?
উত্তর: ১৭৯৩ সালে
♦কোন মুঘলসম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ?
উত্তর: সম্রাট হুমায়ন
♦উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন কে?
উত্তর: স্যার এফ রহমান
♦১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদশনীতে স্থান পায়?
উত্তর: হামিদুজ্জামান খান
♦ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
উত্তর: ১৬১০ সালে
♦পূর্বাশাদ্বীপের অপর নাম কি?
উত্তর: দক্ষিন তালপট্টি দ্বীপ
♦নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্ধী ছিল কে?
উত্তর: জাপান
♦সার্ক প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯৮৫ সালে
♦আরব রাষ্ট্রগুলির মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেন কোন রাষ্ট্র?
উত্তর: ইরাক
♦পি.এল. ও সদর দপ্তর কোথায় ছিল?
উত্তর: তিউনিস
♦জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে?
উত্তর: ট্রিগভিলি
♦ইসলামী সম্মেলন সংস্থার মহাসচীবালয় কোথায় অবস্থিত?
উত্তর: জেদ্দা
♦ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর কে কি বলা হয়?
উত্তর: হোয়াইট হল
♦ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?
উত্তর: ইটালি
♦কংগোকে বিদেশী শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মরনীয় কার নাম?
উত্তর: প্যাট্টিস লুমুম্বা
♦আই,এম,এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ওয়াশিংটন
♦ব্যাবলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত?
উত্তর: ইরাক
♦বিখ্যাত সাধক শাহ সুলতান বলখিল মাজার কোথায় অবস্থিত?
উত্তর: মহাস্থানে
♦বাংলাদেশ লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: সোনারগাঁ
♦বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বানিজ্যের জন্য প্রথম এসেছিল?
উত্তর: পর্তুগীজরা
আশা করছি আপনারা সাধারন জ্ঞান বাংলা বা আজকের বিশ্ব সাধারন জ্ঞান সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন। তো কেমন লাগলো জানা অজানা সাধারণ জ্ঞান প্রশ্ন গুলো। ভালো লাগলে সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলো শেয়ার করুন।
আরও জানুন