Loading [MathJax]/extensions/TeX/AMSsymbols.js

জাতিসংঘ বিষয়ক প্রশ্ন ও উত্তর | Questions and answers about the United Nations

জাতিসংঘ বিষয়ক প্রশ্ন ও উত্তর | Questions and answers about the United Nations
আসসালামুয়ালাইকুম। আশা করছি আপনারা ভালো আছে। আজ আপনারা ৫০ টির ও বেশী জাতিসংঘ বিষয়ক প্রশ্ন ও উত্তর জানাতে পারবেন। এই জাতিসংঘ বিষয়ক প্রশ্ন ও উত্তর গুলো বিভিন্ন চাকরীর ক্ষেত্র খুবই গুরুত্বপূর্ণ।আজকের এই আর্টিকেল টি পড়লে আপনারা জাতিসংঘ বিষয়ক প্রশ্ন ও উত্তর এ আরও দক্ষ হয়ে উঠবেন। তো চলুন নিচে দেখে নেওয়া যাক  জাতিসংঘ বিষয়ক প্রশ্ন ও উত্তর 

Importance Questions and answers about the United Nations


জাতিসংঘ বিষয়ক প্রশ্ন ও উত্তর 



১. জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২৬ জুন ১৯৪৫ সালে।

২. জাতিসংঘ প্রতিষ্ঠিতার সময় কতটি রাষ্ট্র সনদে সাক্ষর করেন?
উত্তর: ৫১ টি

৩. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
উত্তর: নিউইয়ার্ক সিটি 

৪.জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি?
উত্তর: ৬ টি

৫. জাতিসংঘের দাপ্তরিক ৬ ভাষা কি কি?
উত্তর:চীনা,আরবি, ইংরেজি, ফরাসি, রুশ, স্পেনীয়

৬. জাতিসংঘের সদস্য রাষ্ট্র কয়টি?
উত্তর: ১৯৩ টি

৭. জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র কয়টি?
উত্তর: ২ টি

৮. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
উত্তর: অ্যান্টোনিও গুতারেস

৯. জাতিসংঘের বর্তমান উপ-মহাসচিবের নাম কি?
উত্তর: আমিনা জে. মোহাম্মেদ

১০. জাতিসংঘের বর্তমান সাধারণ পরিষদ সভাপতির নাম কি?
উত্তর: তিজ্জানী-মুহাম্মদ-বান্দে

১১. জাতিসংঘের বর্তমান নিরাপত্তা পরিষদের সভাপতির নাম কি?
উত্তর: ড্যাং ডিন্ কুই

১২. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কয়টি স্থায়ী সদস্য দেশ আছে?
উত্তর: ৫ টি

১৩. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশ কোনটি?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া ও গণচীন

১৪. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কয়টি অস্থায়ী সদস্য দেশ আছে?
উত্তর: ১০ টি

১৫. অ্যান্টোনিও গুতারেস কবে জাতিসংঘে মহাসচিব হন?
উত্তর: ২০১৭ সালের ১লা জানুয়ারি

১৬. অ্যান্টোনিও গুতারেস কোন দেশের নাগরিক?
উত্তর: পর্তুগাল

১৭. জাতিসংঘ বা রাষ্ট্রসঙ্ঘে যোগদানকারী সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
উত্তর: দক্ষিণ সুদান

১৮. দক্ষিণ সুদান কবে জাতিসংঘে যোগদান করে?
উত্তর: ২০১১ সালের ১৪ জুলাই

১৯. দক্ষিণ সুদান কততম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে?
উত্তর: ১৯৩তম

জাতিসংঘ বিষয়ক প্রশ্ন ও উত্তর

২০. জাতিসংঘের সচিবালয়ে কয়টি ভাষা ব্যাবহার হয়?
উত্তর: ২ টি

২১. জাতিসংঘের সচিবালয়ে ব্যাবহারিত ভাষা ২ টি কি কি?
উত্তর: ইংরেজি ও ফরাসি

২২. জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি?
উত্তর: ট্রিগভেলি

২৩. মহাসচিব এর মেয়াদ কয় বছর?
উত্তর: ৫ বছর

২৪. জাতিসংঘের একমাত্র মুসলিম মহাসচিবের নাম কি?
উত্তর: কফি আনান

২৫. ট্রিগভেলি কোন দেশের নাগরিক?
উত্তর: নরওয়ে

২৬. কফি আনান কোন দেশের নাগরিক? 
উত্তর: ঘানা

২৭. জাতিসংঘ সদরদপ্তর ভবনটি কত একর জায়গায় অবস্থিত?
উত্তর: ১৬ একর

২৮. জাতিসংঘ সদরদপ্তর ভবনটি নির্মান সম্পূর্ণ হয় কত সালে?
উত্তর: ১৯৫০ সালে

২৯. জাতিসংঘ সদরদপ্তর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: ইস্ট নদী 

৩০. জাতিসংঘ সদরদপ্তরের জমি কেনার জন্য কে টাকা ব্যায় করেন?
উত্তর: জন ডি রকফেলার জুনিয়র

৩১. জাতিসংঘ সদরদপ্তরের জমি কেনার জন্য কত টাকা ব্যায় হয় ?
উত্তর: ৮.৫ মিলিয়ন

৩২. জাতিসংঘ সদরদপ্তর উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ১৯৫১ সালের ৯ই জানুয়ারি

৩৩. জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোগতা কে?
উত্তর: মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট

৩৪. জাতিসংঘের নামকরণ করা হয় কবে?
উত্তর: ১ জানুয়ারি, ১৯৪২

৩৫. জাতিসংঘের নামকরণ করেন কে?
উত্তর: মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট

৩৬. জাতিসংঘ সদরদপ্তরে স্থপতি কে?
উত্তর: ডব্লিউ হ্যারিসন

৩৭. জাতিসংঘ সনদের রচিয়তা কে?
উত্তর: আর্চিবাল্ড ম্যাকলেইশ

৩৮. জাতিসংঘ দিবস কবে?
উত্তর: ২৪ শে অক্টোবর

৩৯. নিরাপত্তা পরিষধের মোট সদস্য কয়টি?
উত্তর: ১৫ টি

৪০. বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তর: ১৯৭৪ সালে

৪১. কত তম দেশ হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
উত্তর: ১৩৬ তম

৪২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জাতিসংঘের সাধারন পরিষধে বক্তৃতা দেন?
উত্তর: ১৯৭৪ সালে

৪৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারন পরিষধে বক্তৃতা দেন কোন ভাষায়?
উত্তর: বাংলা ভাষায়

৪৪. জাতিসংঘের কত জন মহাসচিব বাংলাদেশ সফর করেছেন?
উত্তর: ৪ জন

৪৫. জাতিসংঘের ৪ জন মহাসচিব কত বার বাংলাদেশ সফর করেছেন?
উত্তর: ৫ বার

৪৬. জাতিসংঘের ৪১ তম অধিবেশনে বাংলাদেশের একজন পররাষ্ট্রমন্ত্রী সভাপতিত্ব করেন। তার নাম কি?
উত্তর: হুমায়ন রশীদ চৌধুরী

৪৭. সমুদ্র সীমা নিয়ে মায়ানমার এর সাথে বাংলাদেশের কত বছরের বিরোধ নিস্পত্তি হয়?
উত্তর: ৩৮ বছরের

৪৮. সমুদ্র সীমা নিয়ে মায়ানমার এর সাথে বাংলাদেশের বিরোধ নিস্পত্তি হয় কত সালে?
উত্তর: ২০১২ সালে

৪৯. সমুদ্র সীমা নিয়ে মায়ানমার এর সাথে বাংলাদেশের বিরোধ নিস্পত্তি হওয়ার পর বাংলাদেশ কতটুকু সমুদ্র এলাকা পেয়েছে?
উত্তর: ১৯ হাজার

৫০. কে বাংলাদেশ পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করে?
উত্তর: WHO

৫১. WHO বাংলাদেশ পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করে কবে?
উত্তর: ২০১৪ সালে

Questions and answers about the United Nations


৫২.কত সালে বাংলাদেশ জাতিসংঘে শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করে?
উত্তর: ১৯৮৮ সাল থেকে

৫৩.বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী কতটি দেশে কাজ করছে?
উত্তর: ১১ টি

৫৪. জাতিসংঘের জনক কে ছিলেন?
উত্তর: উড্রো উইলশন

আরও পড়ুন

আমাদের এই জাতিসংঘ বিষয়ক প্রশ্ন ও উত্তর পর্বটি কেমন লাগলো তা কমেন্ট করুন।