Loading [MathJax]/extensions/TeX/AMSsymbols.js

বাংলাদেশের বৃহত্তম,দীর্ঘতম,উচ্চতম ও ক্ষুদ্রতম বিষয়ক প্রশ্ন ও উত্তর

আসসালামুয়ালাইকুম বন্ধুরা। আজকে আমরা আপনাদের জানাতে চলেছি বাংলাদেশের বৃহত্তম,দীর্ঘতম,উচ্চতম ও ক্ষুদ্রতম বিষয়গুলো সম্পর্কে। যেগুলো জানার পরে বাংলাদেশের বৃহত্তম,দীর্ঘতম,উচ্চতম ও ক্ষুদ্রতম বিষয় সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের বৃহত্তম,দীর্ঘতম,উচ্চতম ও ক্ষুদ্রতম বিষয়গুলো


বাংলাদেশের বৃহত্তম,দীর্ঘতম,উচ্চতম ও ক্ষুদ্রতম  বিষয়ক প্রশ্ন ও উত্তর
বাংলাদেশের বৃহত্তম,দীর্ঘতম,উচ্চতম ও ক্ষুদ্রতম  বিষয়ক প্রশ্ন ও উত্তর



একনজরে বাংলাদেশের বৃহত্তম,দীর্ঘতম,উচ্চতম ও ক্ষুদ্রতম বিষয়ক প্রশ্ন ও উত্তর


১।বাংলাদেশের বৃহত্তম শহর কোনটি?
উত্তরঃ ঢাকা।

২।বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি?
উত্তরঃ চট্টগ্রাম 

৩।বাংলাদেশের বৃহত্তম জেলার নাম কি?
উত্তরঃ রাঙামাটি।

৪।বাংলাদেশের বৃহত্তম  থানা কোনটি?
উত্তরঃ শ্যামনগর(সাতক্ষীরা)

৫।বাংলাদেশের বৃহত্তম মসজিদ কোনটি?
উত্তরঃ বাইতুল মোকাররম জামে মসজিদ(ঢাকা)।

৬।বাংলাদেশের বৃহত্তম ঈদগাহ কোনটি?
উত্তরঃ শোলাকিয়া(কিশোরগঞ্জ)।

৭।বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে জংশন কোনটি?
উত্তরঃ ঈশ্বরদী(পাবনা)।

৮।বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে স্টেশন কোনটি?
উত্তরঃ কমলাপুর রেলওয়ে স্টেশন (ঢাকা).

৯।বাংলাদেশের বৃহত্তম বিমানবন্দরের নাম কি?
উত্তরঃ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর (কুর্মিটোলা,ঢাকা)।

১০।বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম কোনটি?
উত্তরঃ বানিয়াচং(হবিগঞ্জ জেলা)।

১১।বাংলাদেশের বৃহত্তম পানি বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
উত্তরঃ কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র (রাঙ্গামাটি).।

১২।বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
উত্তরঃ ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র (কুষ্টিয়া )।

১৩।বাংলাদেশের বৃহত্তম সার কারখানা কোনটি?
উত্তরঃ যমুনা সার কারখানা(জামালপুর)।

১৪।বাংলাদেশের বৃহত্তম কাগজের মিল কোনটি?
উত্তরঃ কর্ণফুলী ফ্লাওয়ার মিলস চন্দ্রঘোনা (রাঙ্গামাটি)।

১৫।বাংলাদেশের বৃহত্তম চিনি কল কোনটি?
উত্তরঃ কেরু এন্ড কোম্পানি, দর্শনা(কুষ্টিয়া)।

১৬।বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্রের নাম কি?
উত্তরঃ তিতাস,ব্রাহ্মণবাড়িয়া।

১৭।বাংলাদেশের বৃহত্তম লাইব্রেরি কোনটি?
উত্তরঃ বেগম সুফিয়া কামাল লাইব্রেরি(পাবলিক লাইব্রেরি), ঢাকা।

১৮।বাংলাদেশের বৃহত্তম হোটেল কোনটি?
উত্তরঃ হোটেল সোঁনারগা।

১৯।বাংলাদেশের বৃহত্তম হাসপাতাল কোনটি?
উত্তরঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল(ঢাকা)।

২০।বাংলাদেশের বৃহত্তম ব্যাংক কোনটি?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক।

২১।বাংলাদেশের বৃহত্তম সমুদ্র বন্দর কোনটি?
উত্তরঃ চট্টগ্রাম বন্দর।

২২।বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তরঃ ভোলা।

২৩।বাংলাদেশের বৃহত্তম বন কোনটি?
উত্তরঃ সুন্দরবন।

২৪।বাংলাদেশের বৃহত্তম পার্ক কোনটি?
উত্তরঃ রমনা পার্ক (ঢাকা)।

২৫।বাংলাদেশের বৃহত্তম যাদুঘর কোনটি?
উত্তরঃ জাতীয় যাদুঘর,শাহবাগ (ঢাকা)।

২৬।বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি?
উত্তরঃ মিরপুর চিড়িয়াখানা( ঢাকা)।

বাংলাদেশের বৃহত্তম স্টেডিয়াম কোনটি?  
উত্তর: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

বাংলাদেশের বৃহত্তম,দীর্ঘতম,উচ্চতম ও ক্ষুদ্রতম  বিষয়ক প্রশ্ন ও উত্তর

২৭।বাংলাদেশের দীর্ঘতম সেতুর নাম কি?
উত্তরঃ যমুনা বহুমুখী সেতু(৪.৮ কিমি)

২৮।বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কী?
উত্তরঃ সুরমা নদী(৩৯৯ কিমি)।

২৯।বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি?
উত্তরঃ হার্ডিঞ্জ ব্রিজ(পাকশী)।

৩০।বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি?
উত্তরঃ কক্সবাজার সমুদ্র সৈকত।

৩১।বাংলাদেশের উচ্চতম ভবনের নাম কী?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক ভবন(৩২ তলা, ঢাকা)

৩২।বাংলাদেশের সবচেয়ে উচ্চতম পাহাড় কোনটি?
উত্তরঃ গারো পাহাড়(ময়মনসিংহ)।

৩৩।বাংলাদেশের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি?
উত্তরঃ তাজিংডং (বিজয়)।

৩৪. বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ কোনটি?
উত্তরঃ সিলেট।

৩৫.বাংলাদেশের ক্ষুদ্রতম জেলার নাম কি?
উত্তরঃ মেহেরপুর(৭২৬ ব.কি.মি.)

৩৬. আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলার নাম কি?
উত্তর: থানচি,বান্দরবন

৩৭. জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলার নাম কি?
উত্তর: বন্দর, নারায়নগঞ্জ

৩৮. বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়নের নাম কি?
উত্তর: সেন্টমার্টিন

৩৯. বাংলাদেশের ক্ষুদ্রতম থানার নাম কি?
উত্তর: সূত্রাপুর

৪০. বাংলাদেশের ক্ষুদ্রতম গ্যাস ক্ষেত্রের নাম কি?
উত্তর: বেগমগঞ্জ,নোয়াখালী

৪১. বাংলাদেশের ক্ষুদ্রতম সেচ প্রকল্প কোনটি?
উত্তর: পি এন ডি সেচ প্রকল্প

৪২. বাংলাদেশের ক্ষুদ্রতম রেল ষ্টেশন কোনটি?
উত্তর: ফতেহাবাদ, চট্টগ্রাম

৪৩. বাংলাদেশের উচ্চতম বৃক্ষ কোনটি
উত্তর: বৈলাম বৃক্ষ

কেমন লাগলো বাংলাদেশের বৃহত্তম,দীর্ঘতম,উচ্চতম ও ক্ষুদ্রতম  বিষয়ক প্রশ্ন ও উত্তর গুলো?

আরও পড়ুন
সাম্প্রতিক বাংলাদেশ ২০২১ mcq
জাতিসংঘ বিষয়ক প্রশ্ন ও উত্তর