আসসালামুয়ালাইকুম। আশা করছি ভালো আছেন। আজ আমরা জানাতে চলেছি ৪৩ তম বিসিএস প্রিলি প্রশ্নের সমাধান। যারা বিসিএস পরীক্ষার্থী তাদের জন্য ৪৩ তম বিসিএস প্রিলি প্রশ্নের সমাধান এই আর্টিকেল টি খুব গুরুত্বপূর্ণ। জেনে নেওয়া যাক ৪৩ তম বিসিএস প্রিলি প্রশ্নের সমাধান। তো চলেন শুরু করা যাক ৪৩ তম বিসিএস প্রিলি প্রশ্নের সমাধান।
৪৩ তম বিসিএস প্রিলিমিনারী প্রশ্নের সমাধান |
৪৩ তম বিসিএস ইংরেজি প্রিলিমিনারী প্রশ্নের সমাধান।
1. Who is not an Irish writer?
A.Oscar Wilde
B.James Joyce
C.Jonathan Swift
D. H. Lawrence
2. A herd of cattle is passing." The underlined word is a/an
1)adverb
2) adjective
3)collective noun
4)abstract noun
3. What is the antonym for the word 'deformation?
1)distortion
2)controntion
3) wholeness
4)disfigurement
4. Words inscribed on a tomb is an-
1)epitome
2) epithet
3) episode
4) epitaht
5. The phrase "dog days' means-
1)hot weather
2) could shower
3) rain-soaked streets
4) ice storm
6. Which gender is the word orphan"?
1) neuter
2)feminine
3)common
4) masculine
7. What is the noun form of the word 'Laugh?
1) laughing
2)laughable
3)Inughter
4)W laughingly
8. Identify the word which is spelt incorrectly:
1) Nuctuation
2) remission
3) ocasion
4) decision
9. Change the voice: Nobody trusts a traitor"?
1) A traitor is trusted.
2) A traitor should not be trusted.
3) Everybody hates a traitor.
4) A traitor is not trusted by anybody
10. Who wrote the play "The Way of the World"?
1) William Shakespeare
2) William Congreve
3) Ben Jonson
4) Oscar Wilde
11. "Better to reign in Hell, than serve in Heav'o" Who wrote this?
1) Geoffrey Chaucer
2)Christopher Marlowe
3) John Milton
4)T. S. Eliot
12. Who is not a modern poet?
1)W. B. Yeats
2)W. H. Auden
3) John Keats
4)W) T. S. Eliot
13. Who is the author of the novel "The God of Small Things?
1) Thomas Hardy
2)Jhumpa Lahiri
3) R. K. Narayan
4) Arundhati Roy
14. 'Moby Dick' a novel, was written by
1) Herman Melville
2)Nathaniel Hawthome
3) Mark Twain
4) William Faulkner
15. If Winter comes, can Spring be far behind?"- Who wrote this?
1)William Blake
2)S.T. Coleridge
3)Lord Byron
4) P.B. Shelley
16. O' Henry was form-
1)Canada
2) America
3) England
4) Ireland
17. Where is the setting of paly Hamlet'?
1) England
2) Italy
3)France
4) Denmark
18. What is the adjective form of the word "people"?
1)populous
2)popular
3) popularity
4) popularize
19. "He contemplated marrying his cousin' Here 'marrying is a/an-
1) present participle
2) gerund
3) verb
4) infinitive
20. "No Second Troy is a-
1) short story
2) novel
3) poem
4) drama
21. The word 'to genuflect' means-
1) to be genuine
2) to reflect
3) to bend the knee
4) to be flexible
22.Fill in the blank 'She went to New Market
1) on foot
2) on feet
3) by foot
4) by walking
23. What kind of play is Julius Ceasar"?
1) romantic
2) anti- romantic
2) comedy
4) historical
24. Fill in the gap: Birds fly__ in the sky.
1)random
2) at large
3) at a stitch
4) are long
25. Who is the author of Jane Eyre"?
1) Charlotte Bronte
2)Emily Brontc
3) Jane Austen
4) Mary Shelley
26. Which of the following novels is not written by an English writer?
1)A passage to India
2) Sons and Lovers
3) One Hundred Years of Solitude
4) Pride and Prejudice
27. A speech full or too many words is-
1) a big speech
2) maiden speech
3) a verbose speech
4) an unimportant speech
28.Who is the poet of the poem "Ozymandias"?
1)PB Shelley
2) William Wordsworth
3) S.T. Coleridge
4) John Keats
29. The most famous romantic poet of English literature is-
1)John Dryden
2) Alexander Pope
3) William Wordsworth
4) T.S. Eliot
30. Identify the correct synonym for the word "magnanimous'
1) unkind
2) generous
3) revengeful
4) friendly
31. Choose the right form of verb:
It is high time we (act) on the matter.
1) are acting
2)acted
3) have acted
4) could act
32. ____was both a poet and a painter.
1)John Keats
2)Spenser
3) William Blake
4) John Donne
33. Identify the correct sentence:
1)The girl burst out tears.
2) The girl burst into tears.
3) The girl burst with tears.
4) The girl bursted out tears.
34. The phrase "sine die' means-
1) half-heartedly
2) doubtfully
3) fixed
4) uncertain
35. Do you have any money _______ you.
1) to
2) in
3) over
4) on
৪৩ তম বিসিএস প্রিলিমিনারী বাংলা ও সাহিত্য প্রশ্নের সমাধান
১। কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
(ক) হিত্তিক ও তুখারিক
(খ) তামিল ও দ্রাবিড়
(গ) আর্য ও অনা
(ঘ) মাগধী ও গৌড়ী।
২। রুখের তেন তুলি কুমীরে খাই’-এর অর্থ কী?
(ক) তেজি কুমিরকে রুখে দিই
(খ) বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
(গ) গাছের তেতুল কুমিরে খায়
(ঘ) ভুল থেকে শিক্ষা নিতে হয়
৩। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
(ক) মনসামঙ্গল
(খ) মনসাবিজয়।
(গ) পদ্মপুরাণ
(ঘ) পদ্মাবতী
৪. দৌলত উজির বাহরাম খান সাহিত্যসৃষ্টিতে করি পৃষ্ঠপোষকতা লাভ করেন?
(ক) সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ
(খ) কোরেশী মাগন ঠাকুর
(গ) সুলতান বাবক শাহ
(ঘ) জমিদার নিজাম শাহ
৫। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?
(ক) বাংলাদেশ
(খ) নেপাল
(গ) উড়িষ্যা
(ঘ) ভুটান
৬. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জনুগ্রহ করেন?
(ক) চৌবেরিয়া গ্রাম, নদীয়া।
(খ) কাঁঠালপাড়া গ্রাম, চব্বিশ পরগনা
(গ) বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
(ঘ) দেবানন্দপুর গ্রাম, হুগলি
৭। “তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার/জনমে জনমে যুগে যুগে অনিবার।"-রবীন্দ্রনাথ
ঠাকুরের কোন কবিতার অংশ?
(ক) অনন্ত প্রেম
(খ) উপহার
(গ) ব্যক্ত প্রেম
(ঘ) শেষ উপহার
৮। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী?
(খ) বিদ্যাসাগর
(গ) শাস্ত্রজ
(ঘ) মহামহোপাধ্যায়
ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে"- কে এই দামাল ছেলে?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) মিলি পাশা
(গ) চিত্তরঞ্জন দাস
(ঘ) সুভাষ বসু
১০। সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কী?
(ক) শনিবারের চিঠি
(খ) রবিবারের ডাক
(গ) বিজলি
(ঘ) বঙ্গদর্শন
১১। মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়"-কে রচনা করেন এই কাব্যাংশ?
(ক) সুধীন্দ্রনাথ দত্ত
(খ) প্রেমেন্দ্র মিত্র
(গ) সমর সেন
(ঘ) জীবনানন্দ দাশ
১২। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
(ক) কাদো নদী কাঁদো
(খ) নেকড়ে অরণ্য
(গ) রাঙা প্রভাত
(ঘ) প্রদোষে প্রাকৃতজন
১৩। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে' কাব্যগ্রন্থের কবি কে?
(ক) রফিক আজাদ
(খ) শখ ঘোষ
(গ) শক্তি চট্টোপাধ্যায়।
(ঘ) শামসুর রাহমান
১৪। ক্ষুদ্র জাতিগােষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি?
(ক) তেইশ নম্বর তৈলচিত্র
(খ) ক্ষুধা ও আশা
(গ) কর্ণফুলি
(ঘ) ধানকন্যা।
১৫। নীললােহিত কোন লেখকের জুম্মনাম?
(ক) অরুণ মিত্র
(খ) সমরেশ বসু
(গ) সুনীল গঙ্গোপাধ্যায়
(ঘ) সমরেশ মজুমদার
১৬। মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৯ ফেব্রুয়ারি ১৯২৬
(খ) ১৯ জানুয়ারি ১৯২৬
(গ) ১৯ মার্চ ১৯২৬
(ঘ) ২৬ মার্চ ১৯২৭
১৭। কত সালে 'দুর্গেশনন্দিনী' উপন্যাস প্রথম প্রকাশিত হয়?
(ক) ১৮৬০
(খ) ১৮৬১
(গ) ১৮৬৫
(ঘ) ১৮৬৭
১৮। বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কী?
(ক) বেগম রোকেয়া
(খ) কাদম্বরী দেবী
(গ) স্বর্ণকুমারী দেবী
(ঘ) নুরুন্নাহার ফয়জুন্নেসা
১৯। 'আমার দেখা নয়াচীন’ কে লিখেছেন?
(ক) মওলানা ভাসানী
(খ) আবুল ফজল
(গ) শহীদুল্লা কায়সার
(ঘ) শেখ মুজিবুর রহমান
২০৷ ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছ’ কার লেখা?
(ক) এস, ওয়াজেদ আলী।
(খ) আবুল হাসেম।
(গ) আবুল মনসুর আহমদ
(ঘ) অাবুল হুসেন
২১। ‘আসমান' কোন ভাষা থেকে আগত শব্দ?
(ক) পর্তুগিজ
(খ) ফরাসি
(গ) আরবি
(ঘ) ফারসি
২২। নিমৰিবৃত স্বরধ্বনি কোনটি?
(ক) অ
(খ) আ
(গ) এ
(ঘ) যা
২৩। জিজীবিষা' শব্দটির অর্থ কী?
(ক) জীবননাশের ইচ্ছা
(খ) বেঁচে থাকার ইচ্ছা।
(গ) জীবনকে জানার ইচ্ছা
(ঘ) জীবন-জীবিকার পথ
২৪। 'বড় > ৰঙ' এটি কোন ধরনের পরিবর্তন?
(ক) বিষমীভবন
(খ) সমীভবন
(গ) ব্যঞ্জনদিত্ব
২৫। 'সপ্তকাণ্ড রামায়ণ' বাগধারার অর্থ কী?
(ঘ) বৃহত অর্থে
(ক) রামায়ণের সাত পর্ব।
(খ) রামায়ণে বর্ণিত বৃক্ষ
(গ) রামায়ণে বর্ণিত সাতটি সমুদ্র
২৬। 'Attested' শন্দের বাংলা পরিভাষা কী?
(ক) বৃহৎ বিষয়
(ক) প্রত্যায়িত
(খ) সত্যায়িত
(গ) প্রত্যয়িত
২৭। ডেকে ডেকে হয়রান হচ্ছি।'-এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে
(ক) অসহায়ত্ব
(খ) বিরক্তি
(গ) কালের বিস্তার
২৮। ভুল বানান কোনটি?
(ক) ভুবন
(খ) অন্তঃসার
(গ) মুহুর্ত
(ঘ) অদ্ভুত
২৯। “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়।' এটি কোন ধরনের বাক্য?
(ক) সরল বাক্য
(খ) জটিল বাক্য
(গ) যৌগিক বাক্য
(ঘ) খন্ড বাক্য
৩০। চিকিৎসাশাস্ত্র কোন সমাস?
(ক) কর্মধারয়
(খ)বহুব্রীহি
(গ) অব্যয়ীভাৰ।
(ঘ) তৎপুরুষ
৩১। কোনটি নামধাতুর উদাহরণ?
(ক) চল
(খ) কম্
(গ) বেতা
(ঘ) পড়
৩২। 'গড্ডলিকা প্রবাহ' বাগধারায় গন্ডল' শব্দের অর্থ কী?
(ক) স্রোত
(খ) ভেড়া
(গ) এক
(ঘ) তাসা।
৩৩। “তাতে সমাজজীবন চলে না।'—এ বাক্যটির অস্তিবাচক রুপ কোনটি?
(ক) তাতে সমাজজীবন চলে।
(খ) তাতে না সমাজজীবন চলে।
(গ) তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
(ঘ) তাতে সমাজজীবন সচল হয়ে পড়ে
৩৪। বাগযন্ত্রের অংশ কোনটি?
(ক) স্বরষায়
(খ) ফুসফুস
(ঘ) উপরের সবকটি
৩৫। রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
(ক) করণ কারক
(খ) সম্প্রদান কারক
(গ) অপাদান কারণ
(ঘ) অধিকরণ কারক
৪৩ তম বিসিএস প্রিলিমিনারি বাংলাদেশ, আন্তর্জাতিক ও ভূগোল অংশের সমাধান
১। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিকল্প সরকার’ বলতে কী বােঝায়?
(ক) ক্যাবিনেট
(খ) বিরােধী দল
(গ) সুশীল সমাজ
(ঘ) লােকপ্রশাসন বিভাগ
২। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন?
(ক) আনিসুল হক
(খ) সাঈদ খােকন
(গ) সাদেক হােসেন খােকা
(ঘ) মােহাম্মদ হানিফ
৩।বাংলাদেশ সংবিধান হাতে লেখার দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?
(ক) হাশেম খান
(খ) এ.কে.এম. আব্দুর রউফ
(গ) আবুল বারক আলভী
(ঘ) সমরজিৎ রায় চৌধুরী
৪। বাংলার প্রাচীন জনপদ কোনটি?
(ক) পুন্ডু
(খ) তাম্রলিপ্ত
(গ) গৌড়
(ঘ) হরিকেল
৫।বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?
(ক) ২৯(২)
(খ) ২৮(২)
(গ) ৩৯(১)
(ঘ) ৩৯(২)
৬।কোভিড-১৯ ব্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশের কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানির
চুক্তি স্বাক্ষরিত হয়?
(ক) বেক্সিমকো
(খ) স্কয়ার
(গ) ইনসেপটা
(ঘ) এমি
৭। বাংলাদেশ কত সালে OIC- এর সদস্যপদ লাভ করে?
(ক) ১৯৭৩
(খ) ১৯৭৪
(গ) ১৯৭৫
(ঘ) ১৯৭৬
৮। বাংলাদেশে ভােটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?
(ক) ১৮
(খ) ১৯
(গ) ২০
(ঘ) ২১
৯।বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন-
(ক) আইনমন্ত্রী
(খ) আইন সচিব
(গ) অ্যাটর্নি জেনারেল
(ঘ) প্রধান বিচারপতি
১০। “নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?
(ক) হিন্দুধর্ম
(খ) বৌদ্ধধর্ম
(গ) খ্রিষ্টধর্ম
(ঘ) ইহুদীধর্ম
১১। একনেক (ECNEC)- এর প্রধান কে?
(ক) প্রধানমন্ত্রী
(খ) অর্থমন্ত্রী
(গ) বাণিজ্যমন্ত্রী
(ঘ) পরিকল্পনা মন্ত্রী
১২। 'বলাকা' কোন ফসলের একটি প্রকার?
(ক) ধান।
(খ) গম
(গ) পাট
(ঘ) টমেটো
১৩। তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়?
(ক) ২০০২
(খ) ২০০৬
(গ) ২০০৯
(ঘ) ২০১১
১৪। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন?
(ক) তাজউদ্দিন আহমদ
(খ) সৈয়দ নজরুর ইসলাম
(গ) এম. মনসুর আলী
(ঘ) এ,এইচ,এম কামরুজ্জামান
১৫। রেহেনা মরিয়ম নূর’ চলচ্চিত্রটি পরিচালনা করেন-
(ক) জেরেমি চুয়া
(খ) আবদুল্লাহ মােহাম্মদ সাদ
(গ) রাজীব মহাজন
(ঘ) আজমেরী হক বাঁধন
১৬। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে ‘বার্ষিক আর্থিক বিবৃতি’-এর কথা উল্লেখ করা হয়েছে?
(ক) ৮১
(খ) ৮৫
(গ) ৮৭
(ঘ) ৮৮
১৭। নিপাের্ট (NIPORT) কী ধরনের গবেষণা প্রতিষ্ঠান?
(ক) জনসংখ্যা গবেষণা
(খ) নদী গবেষণা
(গ) মিঠাপানি গবেষণা
(ঘ) বন্দর গবেষণা
১৮। আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল?
ক) মহাভারত
(খ) রামায়ণ
(ঘ) বেদ
১৯। প্রাচীন বাংলায় ‘সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?
(ক) ঢাকা ও কুমিল্লা।
(খ) ময়মনসিংহ ও নেত্রকোণা
(গ) কুমিল্লা ও নােয়াখালী
(ঘ) ময়মনসিংহ ও জামালপুর
২০। কোনটি সাংবিধানিক পদ নয়?
(ক) প্রধান নির্বাচন কমিশনার
(খ) চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন।
(গ) চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
(ঘ) কনট্রোলার ও অডিটর জেনারেল
২১। বাংলাদেশে কোনটি ব্যাংক নোেট নয়?
(ক) ২ টাকা।
(খ) ১০ টাকা
(গ) ৫০ টাকা
(ঘ) ১০০ টাকা
২২। বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়?
(ক) ১৯৯৫
(খ) ১৯৯৬
(গ) ১৯৯৭
(ঘ) ১৯৯৮
২৩।Untranquil recollection:the years of Fulfilment শীর্ষক গ্রন্থটির লেখক কে?
ক)আনিসুর রহমান
খ)রেহমান সোবহান
গ)নুরুল ইসলাম
ঘ)রওনক জাহান
২৪।ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধিনে মুক্তিযুদ্ধ করেছিলেন?
ক)৬ নম্বর
খ)৭ নম্বর
গ)৮ নম্বর
ঘ)৯ নম্বর
২৫।নিম্নোক্ত কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি?
ক)১৯৭৭
খ)২০০৮
গ)২০১৫
ঘ)২০১৯
২৬।'ম্যানিলা' কোন ফসলের উন্নত জাত?
ক)তুলা
খ)তামাক
গ)পেয়ারা
ঘ)তরমুজ
২৭।সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট?
ক)শ্রম বাজার
খ)চাকুরি বাজার
গ)স্টকবাজার
ঘ)কৃষি বাজার
২৮।ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?
ক)রাজশাহী-দিনাজপুর
খ)বরগুনা-পটুয়াখালি
গ)রাঙামাটি-বান্দরবন
ঘ)সিলেট-হবিগঞ্জ
২৯।১৯৬৬ সালের ৬য় দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিলো?
ক)৩টি
খ)৪টি
গ)৫টি
ঘ)৬টি
৩০।বাংলাদেশের সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
ক)আয়কর
খ)ভূমিকর
গ)আমদানি-রপ্তানি শুল্ক
ঘ)মূল্য সংযোযন কর
৩১।জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
ক)এডেন উপসাগরের পাশে
খ)প্রশান্ত মহাসাগরে
গ)দক্ষিণ আমেরিকায়
ঘ)দক্ষিণ চীন সাগরে
৩২।নিচের কোনটি জাতিসংঘের সংস্থা নই?
ক)আসিয়ান আঞ্চলিক ফোরাম(ARF)
খ)আঞ্চলিক শ্রম সংস্থা (ILO)
গ)আঞ্চলিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
ঘ)খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
৩৩)আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কত তারিখে পালন করা হয়?
ক)১৫ ই সেপ্টেম্বর
খ)১৫ ই অক্টোবর
গ)১৫ ই নভেম্বর
ঘ)১৫ ই ডিসেম্বর
৩৪।ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
ক)UNIMOG
খ)UNIIMOG
গ)UNGOMAP
ঘ)UNICEF
৩৫। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর প্রধান কার্যালয় কোথায়?
ক) ফ্রান্স
খ) জার্মানি
গ) নেদারল্যান্ড
ঘ) হাঙ্গেরি
৩৬। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবােজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?
ক) কিলাে-ক্লাস
খ) মিং-ক্লাস
গ) ডলফিন-ক্লাস
ঘ) শ্যাং-ক্লাস।
৩৭. United Nations Framework Convention on Climate Change- এর মূল আলােচ্য বিষয়-
ক) জীবাশ্ম জ্বালানীর ব্যবহার নিয়ন্ত্রণ
খ) গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন
গ) সমুদ্রের উচ্চতা বৃদ্ধি
ঘ) বৈশ্বিক মরুকরণ প্রক্রিয়া এবং বনায়ণ
৩৮. কোন রাষ্ট্রটি বিরােধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?
ক) মালয়েশিয়া
খ) ফিলিপাইন
গ) ভিয়েতনাম
ঘ) কম্বােডিয়া
৩৯. নাথু লা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
ক) ভারত-নেপাল
খ) ভরত-পাকিস্তান
গ) ভারত-চীন।
ঘ) ভরত-ভূটান
৪০. বাংলাদেশ কোনটির সদস্য নয়?
ক) BCIM-EC
খ) OAS
গ) OIC
ঘ) BIMSTEC
৪১. চীনের জিনজিয়াং (Xinjiang) প্রদেশের মুসলিম গােষ্ঠীর নাম-
ক) তুর্কমেন।
খ) উইঘুর
গ) তাজিক
ঘ) কাজাখ
৪২. জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?
ক) ১১
খ) ১৫
গ) ১৭
ঘ) ২১
৪৩. বিশ্ব মানবাধিকার দিবস-
খ) ১০ ডিসেম্বর
গ) ১১ ডিসেম্বর।
ঘ) ১৩ ডিসেম্বর।
৪৪. World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
ক) UNDP
খ) World Bank
গ) IMF
T) BRICS
৪৫।ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
ক) মালয়েশিয়া
খ) ইন্দোনেশিয়া
গ)চীন
ঘ) ইংল্যান্ড
৪৬. “The lady with the Lamp' নামে পরিচিত।
ক) হেলেন কেলার
খ) ফ্লোরেন্স নাইটিঙ্গেল
গ) মাদার তেরেসা
ঘ) সরােজিনী নাইডু
৪৭. মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম-
ক) এলএসডি সরকার
খ) ন্যাশনাল ইউনিটি সরকার
গ) বার্মিজ গভর্নমেন্ট ইন এক্সাইল
গ)অং সাং সু চি সরকার
৪৮, আকারা একটি-
ক) সমুদ্র বন্দর
খ)বিমান বন্দর
গ) স্থল বন্দর
ঘ)নদী বন্দর
৪৯. Trafalgar Square এর অবস্থান-
ক) রাশিয়ায়।
খ)ইংল্যান্ড
গ) ফ্রান্স
ঘ)চীন
৫০. মায়া সভ্যতাটি আবিস্কৃত হয়-
ক) উত্তর আমেরিকায়
খ)দক্ষিণ আমেরিকায়
গ) মধ্য আফ্রিকায়
ঘ) মধ্য আমেরিকায়
৫১. বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ?
ক)সিলেট
খ) কুমিল্লা
গ) রাজশাহী
ঘ) দিনাজপুর
৫২. সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে?
ক) ভূমিকম্প
খ) ভূমিধস
গ) টর্নেডাে
ঘ) খরা
৫৩. নিম্নের কোন দুর্যোগ hydro-meteorological’ দূর্যোগ হিসেবে পরিচিত?
ক) বন্যা
খ) খরা
গ) ঘূর্ণিঝড়
ঘ) ভূমিধস
৫৪. কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়?
ক) পার্বত্য বন
খ) শালবন
গ) মধুপুর বন।
ঘ) ম্যানগ্রোভ বন।
৫৫. বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত?
ক) নিঝুমদ্বীপ
খ) সেন্ট মার্টিনস
গ) হাতিয়া
ঘ) কুতুবদিয়া
৫৬. বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সােপান দেখা যায়?
ক) বান্দরবান
খ) কুষ্টিয়া
গ) কুমিল্লা
ঘ) বরিশাল
৫৭. নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?
ক) চীন
খ) পাকিস্তান
গ) থাইল্যান্ড
ঘ) মায়ানমার
৫৮. বাংলাদেশের কান অঞ্চলে আকস্মিক বন্যা হয়?
ক) দক্ষিণ-পশ্চিমাঞ্চল
খ)পশ্চিমাঞ্চল
গ) উত্তর-পশ্চিমাঞ্চল
ঘ)উত্তর-পূর্বাঞ্চল
৫৯. ‘সােয়াচ অব নাে গ্রাউন্ড' কী?
ক) একটি দেশের নাম
খ)ম্যানগ্রোভ বন
গ) একটি দ্বীপ
ঘ)সাবমেরিন ক্যানিয়ন
৬০. নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদীভাঙ্গন-প্রবণ?
ক) বােয়ালমারী
খ)নাড়িয়া
গ) আলমডাঙ্গা
ঘ)নিকলি