আসসালামুয়ালাইকুম বন্ধুরা। আজ আমরা আপনাদের জানাতে চলেছি 43 তম বিসিএস প্রিলি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ও mcq. যে প্রশ্ন ও উত্তর গুলো জানা থাকলে আপনার বিসিএস প্রস্তুতি আরও ভালো হবে। তো শুরু করা যাক 43 তম বিসিএস প্রিলি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর ও mcq
43 তম বিসিএস প্রিলি পরীক্ষার প্রস্তুতি |
43 তম বিসিএস প্রিলি পরীক্ষার প্রস্তুতি
৪৩ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সমাধান
♦মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি?
ক- চিত্র
খ- ভাষা
গ- ইঙ্গিত
ঘ- ভাষা
সঠিক উত্তর: ভাষা
♦সর্বপ্রথম বঙ্গনামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
ক- ঐতরের আরণ্যক
খ- রামুবংশ কাব্য
গ- উপনিষদ
ঘ- ত্রিপিটক
সঠিক উত্তর: ঐতরের আরণ্যক
♦বাংলা আদি অধিবাসীগন কোন ভাষা-ভাষির ছিল?
ক- নাগরী লিপি
খ- শ্যামী লিপি
গ- সিংহলি লিপি
ঘ- ব্রাক্ষী লিপি
সঠিক উত্তর: ব্রাক্ষী লিপি
♦বাংলা লিপির স্থায়ী গঠন রুপ কোন আমলে শুরু হয়?
ক- গুপ্ত আমলে
খ- পাল আমলে
গ- সেন আমলে
ঘ- পাঠান আমলে
সঠিক উত্তর: সেন আমলে
♦ চর্যাপদের পদগুলাে রচিত..
ক- অক্ষরবৃত্ত ছন্দে
খ- মাত্রাবৃত্ত ছন্দে
গ- স্বরবৃত্ত ছন্দে
ঘ- কোনটিই নয়
সঠিক উত্তর: মাত্রাবৃত্ত ছন্দে
♦বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন...
ক- চর্যাপদ
খ- বৈঞ্চব পদাবলী
গ- ঐতরের আরণ্যক
ঘ- দোহা কোষ
সঠিক উত্তর: চর্যাপদ
♦চণ্ডীমন্ডল কাব্য কার রচনা?
ক- ভারতচন্দ্র
খ- মুকুন্দরাম
গ- মানিক দত্ত
ঘ- ঘনরাম চক্রবর্তী
সঠিক উত্তর: মুকুন্দরাম
♦চর্যাপদে মোট কতটি পদ পাওয়া গেছে?
ক- ৫১
খ- ৪৬
গ- সাড়ে ৪৬
ঘ- ৫০
সঠিক উত্তর: সাড়ে ৪৬
♦বাংলা সাহিত্য প্রথম জীবনীকাব্য কাকে নিয়ে রচনা?
ক- চন্দ্রাবতীকে
খ- লুইপাকে
গ- শ্রীচৈতনাদেবকে
ঘ- শ্রীকিষ্ন কে
সঠিক উত্তর: শ্রীচৈতনাদেবকে
♦খনার বচন কি সংকান্ত?
ক- কৃষি
খ- ব্যবসা
গ- শিল্প
ঘ- রাজনীতি
সঠিক উত্তর: কৃষি
♦চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমান করেন?
ক- ড.মুহাম্মদ শহীদুল্লাহ
খ- হরপ্রসাদ শাত্রী
গ- সুনিতিকুমার চট্টপাধ্যায়
ঘ- সুকুমার সেন
সঠিক উত্তর: সুনিতিকুমার চট্টপাধ্যায়
♦বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূত্রপাত...
ক- ১৩৫১ থেকে
খ- ১৬০১ থেকে
গ- ১৭০১ থেকে
ঘ- ১৮০১ থেকে
সঠিক উত্তর: ১৮০১ থেকে
♦কোন কবি নিজেকে বাঙ্গালি বলে পরিচয় দিয়েছেন?
ক- কায়কোবাদ
খ- গোবিন্দদাস
গ- ভূসুকপা
ঘ- কাহ্নপা
সঠিক উত্তর: ভূসুকপা
♦কোন কবির মাধ্যমে অনুবাদ সাহিত্যের জয়যাত্রা শুরু হয়?
ক- বাল্মীকি
খ- কাশীরাম দাশ
গ- কৃত্তিবা
ঘ- কবিন্দ পরমেশ্বর
সঠিক উত্তর: কৃত্তিবা
♦Ballad কি?
ক- লোকগীতি
খ- লোকগাথা
গ- গীতিকা
ঘ- গাথা
সঠিক উত্তর: গীতিকা
♦মুজিববর্ষের লোগো ডিজাইনার কে?
উত্তরঃ সব্যসাচী হাজরা
♦মুজিববর্ষের থিম কি?
উত্তরঃ তুমি বাংলার ধ্রুবতারা……লেখক-ড.কামাল আব্দুল নাছের,সুরকার নকীব খান।
♦বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী'র ক্ষণ গণনা শুরু হয় কবে?
উত্তরঃ ১০ ই জানুয়ারি ২০২০ থেকে।
♦বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে ১ম ইভেন্ট ছিল কোনটি?
উত্তরঃ বঙ্গবন্ধু বিপিএল,১১ই ডিসেম্বর ২০১৯ -১৭ই জানুয়ারি ২০২০।
♦বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পাঠ করা কবিতার শিরোনাম কি?
উত্তরঃ বাবা,রচয়িতা—শেখ রেহানা।
♦বঙ্গবন্ধুর জন্মক্ষণের সাথে মিল রেখে১৭ই মার্চ ২০২০ রাত ৮ টায় অনুষ্ঠিত অনুষ্ঠানের নাম কি?
উত্তরঃ মুক্তির মহানায়ক।
♦বঙ্গবন্ধুর রিসার্চ ইনস্টিটিউটের প্রধান কে?
উত্তরঃ অধ্যাপক ড.ফকরানমল আলম
♦জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কোন প্রতিষ্ঠান বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করে?
উত্তরঃ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC)।
♦মুজিববর্ষ ঘোষনা করা হয় কবে?
উত্তরঃ ১২ই জানুয়ারি ২০১৯
♦মুজিববর্ষের সময়কাল কত?
উত্তরঃ ১৭ই মার্চ ২০২০ হতে ১৬ ই ডিসেম্বর ২০২১।
♦জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সদস্য সংখ্যা কত এবং সভাপতি কে?
উত্তরঃ ১১৯ সদস্য কমিটি,সভাপতি-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
♦বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য সংখ্যা কত ও সভাপতি কে?
উত্তরঃ ৭৯ সদস্য কমিটি ও সভাপতি জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম।
♦২০২১ সালের ২১শে গ্রন্থমেলা উৎসর্গ করা হয় কাকে?
উত্তরঃ মুজিব বর্ষকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
♦মুজিববর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্র ডাকবিভাগ বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ডাকচিহ্ন প্রকাশ করে কবে?
উত্তরঃ ১৭ই মার্চ ২০২০।
♦UNESCO কবে মুজিব বর্ষ পালনের সিদ্ধান্ত গ্রহণ করে?
উত্তরঃ ২৫ নভেম্বর ২০১৯।৪০ তম সাধারন অধিবেশনে।
♦১৭ই মার্চ ২০২০ স্বরণীয় করে রাখতে ইংল্যান্ডের সাথে (Surrey) শহর কোন দিবস পালন করা হয়?
উত্তরঃ বঙ্গবন্ধু দিবস
♦১৭ই মার্চ ২০২০ যুক্তরাষ্ট্রের কোথা থেকে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ডাকটিকেট প্রকাশিত হয়?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে।
♦যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের বুলেটিন এ স্বারক প্রকাশিত হয়-
উত্তরঃ ২৬শে মার্চ ২০২০।
♦বাংলাদেশের সাথে তাল মিলিয়ে মুজিববর্ষ পালনের ঘোষনা করে বিশ্বের কোন দেশের রাজধানী?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি।
♦মুজিব বর্ষ স্বরণ করে বৈশ্বিক কোন সংস্থার ২০২১ সালের সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ Climate Vulnereble Forum(CVF)
♦মুজিব বর্ষ উপলক্ষে কোন দেশ বঙ্গবন্ধু ছবি সম্বলিত হাতঘরি প্রকাশ করে?
উত্তরঃ ভারতীয় হাইকমিশন।
♦বঙ্গবন্ধুর ছবি সম্বলিত হাতঘরি কবে উম্মোচন করা হয়?
উত্তরঃ ১৭ নভেম্বর ২০২০।
♦জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কোন দেশ ডাকটিকেট অবমুক্ত করে?
উত্তরঃ নাইজেরিয়ার ডাকবিভাগ।
♦নাইজেরিয়া মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে কবে স্বারক ডাকটিকেট প্রকাশ করে?
উত্তরঃ ২৭ আগস্ট ২০২০।
♦বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট কোথায় অবস্থিত?
উত্তরঃ পোর্ট লুইস, মরিসাস।
♦বঙ্গবন্ধু শেখ মুজিব স্কয়ার কোথায়?
উত্তরঃ তেতুলিয়া,পঞ্চগড়।
♦"CVF" কোন ধরণের সংস্থা?
উত্তরঃ পরিবেশ বিষয়ক সংস্থা।
আরও জানুন
বঙ্গবন্ধুকে নিয়ে ১০০ টি প্রশ্ন ও উত্তর
DU admission Test A Group 2021