শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযােগিতা ২০২১ চুড়ান্ত সাজেশন

 শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযােগিতা ২০২১ চুড়ান্ত সাজেশন

৪৩ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সমাধান 


আসসালামুয়ালাইকুম। আজ আমরা নিয়ে এসেছি শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযােগিতা ২০২১ চুড়ান্ত সাজেশন। এই শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযােগিতা ২০২১ চুড়ান্ত সাজেশন পড়াম মাধ্যমে আপনি কুইজে আরও বেশী দক্ষা হয়ে উঠবেন। শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযােগিতা ২০২১ সাজেশন pdf.
তো নিচে দেখে নেওয়া যাক শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযােগিতা ২০২১ চুড়ান্ত সাজেশন

শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযােগিতা ২০২১ চুড়ান্ত সাজেশন


শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযােগিতা ২০২১ চুড়ান্ত সাজেশন

♦ শেখ রাসেল নাম কার নামানুসারে রাখা হয়?
উঃ প্রিয় লেখক খ্যাতিমান দার্শনিক ও নােবেল বিজয়ী ব্যক্তিত্ব বার্ট্রান্ড রাসেল।

♦ কত বছর বয়সে রাসেল কারাগারে বন্ধি হন?
উঃ সাত।

♦ শেখ রাসেল এর ভুবন কয়জনকে ঘিরে ছিল?
উঃ ৬ জন

♦ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র কে?
উঃ শেখ রাসেল।

♦ শেখ রাসেল কত সালে জন্মগ্রহণ করেন?
উঃ ১৯৬৪ সালের ১৮ অক্টোবর।

♦ কত বছর বয়স থেকে রাসেল এর পিতার সাথে সাক্ষাতের স্থান কারাগার?
উঃ দেড় বছর।

♦ কত সালে রাসেলকে হত্যা করা হয়?
উঃ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।

♦ যখন মৃত্যু হয় তখন রাসেল কোন শ্রেণির ছাত্র ছিলেন?
উঃ ৪র্থ

♦ রাসেল তার পিতার সাথে কোন কোন কারাগারে দেখা করতে যায়?
উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ঢাকা ক্যান্টনমেন্ট।

♦ শেখ রাসেল জন্মের আগের মুহূর্তগুলাে কেমন ছিল?
উঃ ভীষণ উৎকণ্ঠার।

♦ রাসেলের জন্মের সময় কারা আসে?
উঃ ডাক্তার ও নার্স।

♦ কারাগারে দেখা করে আসার সময় রাসেলের মন খারাপ থাকতাে কেন?
উঃ বাবাকে রেখে আসবে না বলে।

♦‘আব্বার বাড়ি বলতে রাসেল কি বুঝ?
উঃ কারাগারকে।

♦ ১৯৬৭ সালের কত এপ্রিল অন্যান্য প্রসঙ্গের সঙ্গে রাসেলকে নিয়ে লেখেন?
উঃ ১৪-১৫।

♦ কে ঘর থেকে বের হয়ে এসে খবর দিল ভাই হয়েছে?
উঃ মেঝো ফুফু

♦ শেখ রাসেল কেমন হয়েছিল?
উঃ মাথাভরা ঘন কালাে চুল, তুলতুলে নরম গাল এবং বেশ বড় সড় হয়েছিল।

♦কোন দিনলিপিতে বঙ্গবন্ধু রাসেলকে নিয়ে লেখেন?
উঃ কারাগারে রােজনামচায় ।

♦কাকে “আব্বা আব্বা' করে ডাকতে শুরু করল?
উঃ রাসেল তার মাকে।

♦কাকে জেল গেটে দাড়ায় দেখতে না পেয়ে শেখ মুজিব অবাক হলেন?
উঃ রাসেলকে।

২০. এখন আর বিদায়ের সময় আমাকে নিয়ে যেতে চায় না'- কে বলেছেন?
উত্তর: বঙ্গবন্ধু

♦ রাসেলের জন্ম কোথায় হয়?
উঃ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে।

♦ শেখ রাসেল ১৯৭১ সালে কাদের সাথে বন্দি জীবন কাটিয়েছেন?
উঃ তাঁর মা ও দুই আপাসহ পরিবারের অন্যান্য সদস্য।

♦ কোথায় বন্দি জীবন কাটিয়েছেন শেখ রাসেল?
উঃ ধানমণ্ডি ১৮ নম্বর সড়কের বাড়িতে।

♦ মা আপাসহ পরিবারের সদস্যরা কখন মুক্ত হন?
উঃ ১৯৭১ সালের ১৭ই ডিসেম্বর।

♦ জয় বাংলা' বলে ঘর থেকে বেরিয়ে আসেন কে?
উঃ রাসেল।

♦ শেখ রাসেল কোন স্কুলে ৪র্থ শ্রেণির ছাত্র ছিল?
উদ্ভ ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল।

♦ “আমাদের ছােট রাসেল সােনা' - বইটি কে লিখেছেন?
উঃ শেখ হাসিনা।

♦ রাসেল জীবনের শুরু থেকেই কিসে অভ্যস্ত হয়ে উঠেছিলেন?
উঃ পারিবারিক রাজনৈতিক আবহে জীবন-যাপন।

♦ কি শেখার পর থেকে রাসেল কবুতরের পেছনে ছুটত?
উঃ হাঁটতে।

♦ কিসের মাংস সবাই খেত?
উঃ কবুতরের।

♦ কখন কবুতর খাওয়ার রেওয়াজ ছিল?
উঃ বর্ষাকালে।

♦ চলাফেরায় রাসেল কেমন ছিল?
উঃ সাবধান কিন্তু সাহসী।

♦ রাসেল কি দেখলে ধরতে যেত?
উঃ কালাে কালাে বড় বড় পিপড়া।

♦ 'ওল্লা' মানে কি?
উঃ বড় কালাে পিপড়া

♦ ওল্লা কেমন হতে কামড় দেয় রাসেলকে?
উঃ ডান হতে।

♦ রাসেল ওল্লার কি নাম দেয়?
উঃ ‘ভুট্রো'।

♦ নিজের হাতে কাদের খাবার দিতেন?
উঃ কবুতরদের।

♦ বর্ষাকালে কিসের অভাব হতাে?
উঃ তরকারি ও মাছের।

♦ কে কবুতরের মাংস খেত না?
উঃ রাসেল।

♦কখন এক ভদ্রমহিলাকে রাসেলের শিক্ষক হিসেবে নিয়ােগ দেওয়া হয়?
উঃ স্বাধীনতার পর ।

♦ মানুষকে কি করতে রাসেল খুব পছন্দ করত?
উঃ আপ্যায়ন।

♦ রাসেলকে পড়ানাে কেমন কাজ ছিল না?
উঃ খুব সহজ।

♦ রাসেল সবসময় শিক্ষিকার কোন বিষয়ে খেয়াল রাখত?
উঃ কোন অসুবিধা না হয় ।

♦ কে পিপড়ার নাম রাখল?
উঃ রাসেল।

♦ শিক্ষয়িত্ৰী কি না খেলে রাসেল পড়তে বসত না?
উঃ মিষ্টি।

♦ রাসেলের কথা কাকে শুনতেই হতাে?
উঃ শিক্ষককে।

♦ শিক্ষয়িত্রীকে কয়টি করে মিষ্টি খেতে হবে?
উঃ ২টি।

♦ মিষ্টি না খেলে কে পড়তে বসবে না?
উঃ রাসেল।

♦ প্রতি কয়দিন পর আব্বার সাথে দেখা করতে যেতাম?
উঃ ১৫দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ