ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন সমাধান ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন সমাধান ২০২১ |
চলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন সমাধান ২০২১। আমাদের MSA Education BD ওয়েবসাইট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন সমাধান ২০২১ সহজেই দেখে নিতে পারবেন। ফলে পরীক্ষার্থী জেনে নিতে পারবে তার কয়টি প্রশ্নের উত্তর সঠিক হলো।
আপনি চাইলে নিচে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন সমাধান ২০২১ দেখে নিতে পারেন।
আপনি চাইলে নিচে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন সমাধান ২০২১ দেখে নিতে পারেন।
আরও দেখুন
ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট প্রশ্ন সমাধান ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্ন সমাধান ২০২১
ভর্তি পরীক্ষা মূলত এক ঘন্টার হয়ে থাকে যার মধ্যে লিখিত ও mcq প্রশ্ন থাকে। আমরা
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট mcq প্রশ্নের সমাধান আমাদের এই MSA Education BD ওয়েবসাইটে দিব।
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট mcq পরীক্ষার মান:
বাংলা/ Elective English------ 15
Genarel English --------- 15
সাধারন জ্ঞান----------- 30
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্নের উত্তর ২০২১
বাংলা/ Elective English------ 15
Genarel English --------- 15
সাধারন জ্ঞান----------- 30
৪৩ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নের সমাধান
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে পাশ নম্বর 40। নূন্যতম 40 নম্বর না পেলে সে ভর্তি হতে পারবে না।ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট প্রশ্নের উত্তর ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট বাংলা প্রশ্নের উত্তর ২০২১
1. 'ব্যর্থ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হলাে।
A বি + অর্থ
B ব্য + অর্থ
c ব্য + র্থ
D বি + র্থ
সঠিক উত্তর: A
2. 'Acat in gloves catches no mice'-এর সমার্থক বাংলা প্রবাদ -
A বেড়ালের গলায় ঘন্টা বাধা সহজ নয়
B বিনা মেঘে বঞ্জপতি
C সােজা আঙ্গুলে ঘি ওঠে না
D অতি দর্পে হত লঙ্কা
সঠিক উত্তর: C
3,"এম থেকে কারও শান্তিতে আর কোনাে রকম বিঘ্ন ঘটবে না।"সিরাজউদ্দৌলা নাটকে যিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন -
A মিরজাফর
B ক্লাইভ
C মিরন
D উমিচান
সঠিক উত্তর: A
4.“ফেব্রুয়ারি ১৯৬৯” কবিতায় ‘রতের বুদ’ বলতে বােঝানাে হয়েছে –
A রক্তের তেজ
B শহিদের স্মৃতি
C অবিনাশী বর্ণমালা
D কৃষ্ণচূড়া ফুল
সঠিক উত্তর: B
5. 'জাদু' শব্দটি যে ভাষার –
A আরবি
B ফারসি
c উর্দু
D বাংলা
সঠিক উত্তর: B
6. 'বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, এটি
A পরিপকৃতারও ইঙ্গিত
B সহিষ্ণুতারও ইঙ্গিত
c প্রারও ইঙ্গিত
D প্রশান্তিরও ইঙ্গিত
সঠিক উত্তর: D
7.“আহবান” গল্পে বৃদ্ধার কবর প্রসঙ্গে উল্লেখিত শরতের
কটুক্তি গন্ধ ওঠা বনঝোপ” পদবন্ধটি সঞ্চার করে -
A নিগুঢ় বেদনা
B স্মৃতিকাতরতা বিহ্বলতা
C বিহ্বলতা
D অনুশােচনা
সঠিক উত্তর: A
৪. “মিটিয়াদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানাে একটি
লরির দিকে।' উক্তিটির অন্তর্নিহিত অর্থ প্রকাশিত হয়েছে-
A শেষ
B কৌতুক
C ক্ষোভ
D অনিশ্চয়তা
সঠিক উত্তর: D
9. লালসালু উপন্যাসে মজিদ চরিত্র সম্পর্কে প্রাসঙ্গিক নয় -
A শেকড়হীন বৃক্ষপ্রতিম অবস্থান
B সংসার ঔদাসীন্য
C অন্তহীন নৈসঙ্গ্য
D মানুষিক অস্ত
সঠিক উত্তর: B
10. সিরাজউদ্দৌলা নাটকে স্ট্যান্ডিং লাইক পিলার্স' বলতে বােঝানাে হয়েছে -
A ইংরেজ সৈন্যদের
B নবাবের সৈন্যদের
C রাজকর্মচারীদের
D নিরাপত্তা প্রহরীদের
সঠিক উত্তর: B
11. লালসালু উপন্যাসে সম্পত্তি নিয়ে স্বার্থবুদ্ধি প্রকাশক একটি উদ্ধৃতি হলো -
A ঠ্যাঙ বেটিরে, ঠ্যাঙা
B যতসব শয়তানি, বেদাতিকাজ-কারবার
C কলমা জানিস না ব্যাটা
D নাফরমানি করিও না
সঠিক উত্তর: A
12. ‘চক্ষুর দ্বারা গৃহীত, এর এক কথায় প্রকাশিত রূপ
A চক্ষুম্মান
B দর্শনীয়
C গােচর
D অনিমেষ
সঠিক উত্তর: C
13. যে সম্পর্কটি বিসদৃশ -
A ঠষ্টা : শেষ
B হর্ষ : পরিতােষ
C অভিলাষ : বাস্থল
D নিক্ষে : নিবিড়
সঠিক উত্তর: D
14. 'মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়।' যে রচনার ‘উদ্ধৃতি –
A রেইনকোট
B নেকলেস
C বায়ান্নর দিনগুলাে
D অপরিচিতা
সঠিক উত্তর: C
15.আভিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছে -
A নদী, সাগর, বন
B ফুল, ফল, পাখি
C আলাে, মাটি, বায়ু।
D চাঁদ, তারা, সূর্য
সঠিক উত্তর: D
1. 'ব্যর্থ’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হলাে।
A বি + অর্থ
B ব্য + অর্থ
c ব্য + র্থ
D বি + র্থ
সঠিক উত্তর: A
2. 'Acat in gloves catches no mice'-এর সমার্থক বাংলা প্রবাদ -
A বেড়ালের গলায় ঘন্টা বাধা সহজ নয়
B বিনা মেঘে বঞ্জপতি
C সােজা আঙ্গুলে ঘি ওঠে না
D অতি দর্পে হত লঙ্কা
সঠিক উত্তর: C
3,"এম থেকে কারও শান্তিতে আর কোনাে রকম বিঘ্ন ঘটবে না।"সিরাজউদ্দৌলা নাটকে যিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন -
A মিরজাফর
B ক্লাইভ
C মিরন
D উমিচান
সঠিক উত্তর: A
4.“ফেব্রুয়ারি ১৯৬৯” কবিতায় ‘রতের বুদ’ বলতে বােঝানাে হয়েছে –
A রক্তের তেজ
B শহিদের স্মৃতি
C অবিনাশী বর্ণমালা
D কৃষ্ণচূড়া ফুল
সঠিক উত্তর: B
5. 'জাদু' শব্দটি যে ভাষার –
A আরবি
B ফারসি
c উর্দু
D বাংলা
সঠিক উত্তর: B
6. 'বৃক্ষ যে কেবল বৃদ্ধির ইশারা তা নয়, এটি
A পরিপকৃতারও ইঙ্গিত
B সহিষ্ণুতারও ইঙ্গিত
c প্রারও ইঙ্গিত
D প্রশান্তিরও ইঙ্গিত
সঠিক উত্তর: D
7.“আহবান” গল্পে বৃদ্ধার কবর প্রসঙ্গে উল্লেখিত শরতের
কটুক্তি গন্ধ ওঠা বনঝোপ” পদবন্ধটি সঞ্চার করে -
A নিগুঢ় বেদনা
B স্মৃতিকাতরতা বিহ্বলতা
C বিহ্বলতা
D অনুশােচনা
সঠিক উত্তর: A
৪. “মিটিয়াদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানাে একটি
লরির দিকে।' উক্তিটির অন্তর্নিহিত অর্থ প্রকাশিত হয়েছে-
A শেষ
B কৌতুক
C ক্ষোভ
D অনিশ্চয়তা
সঠিক উত্তর: D
9. লালসালু উপন্যাসে মজিদ চরিত্র সম্পর্কে প্রাসঙ্গিক নয় -
A শেকড়হীন বৃক্ষপ্রতিম অবস্থান
B সংসার ঔদাসীন্য
C অন্তহীন নৈসঙ্গ্য
D মানুষিক অস্ত
সঠিক উত্তর: B
10. সিরাজউদ্দৌলা নাটকে স্ট্যান্ডিং লাইক পিলার্স' বলতে বােঝানাে হয়েছে -
A ইংরেজ সৈন্যদের
B নবাবের সৈন্যদের
C রাজকর্মচারীদের
D নিরাপত্তা প্রহরীদের
সঠিক উত্তর: B
11. লালসালু উপন্যাসে সম্পত্তি নিয়ে স্বার্থবুদ্ধি প্রকাশক একটি উদ্ধৃতি হলো -
A ঠ্যাঙ বেটিরে, ঠ্যাঙা
B যতসব শয়তানি, বেদাতিকাজ-কারবার
C কলমা জানিস না ব্যাটা
D নাফরমানি করিও না
সঠিক উত্তর: A
12. ‘চক্ষুর দ্বারা গৃহীত, এর এক কথায় প্রকাশিত রূপ
A চক্ষুম্মান
B দর্শনীয়
C গােচর
D অনিমেষ
সঠিক উত্তর: C
13. যে সম্পর্কটি বিসদৃশ -
A ঠষ্টা : শেষ
B হর্ষ : পরিতােষ
C অভিলাষ : বাস্থল
D নিক্ষে : নিবিড়
সঠিক উত্তর: D
14. 'মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়।' যে রচনার ‘উদ্ধৃতি –
A রেইনকোট
B নেকলেস
C বায়ান্নর দিনগুলাে
D অপরিচিতা
সঠিক উত্তর: C
15.আভিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছে -
A নদী, সাগর, বন
B ফুল, ফল, পাখি
C আলাে, মাটি, বায়ু।
D চাঁদ, তারা, সূর্য
সঠিক উত্তর: D
English mcq প্রশ্নের উত্তর
1. The expression ‘to commence’ means –
A. to start
B. incorporate
C. to defend
D. to focus
সঠিক উত্তর: A
2. Make an appropriate question from this – statement: “The class will begin at 8.30 a.m.”
A. When will the class held?
B. Where will the class be held?
C. When the class will begin?
D. At what time will the class begin?
সঠিক উত্তর: A
3. Choose the correct spelling from the following
A. ntijen
B. Antegen
C. Antigen
D. Antygen
সঠিক উত্তর: C
4. The Peace movement tends to oppose the_____of dangerous technologies and weapons of mass destruction
A. extermination
B. smuggling
C. minimization
D. proliferation
সঠিক উত্তর: C
5. Shilpi insisted me my going home-
A. from
B. on
C. to
D. in
সঠিক উত্তর: B
6. Change into reported form: “I’ll have a cup of tea”, my friend said, “because I’m not hungry.
A. My friend said that he will have a cup of tea because he wasn’t hungry.
B. My friend said that he would have had a cup of tea because he wasn’t hungry.
C. My friend said that he had had a cup of tea because he wasn’t hungry.
D. My friend said that he would have a cup of tea because he wasn’t hungry.
সঠিক উত্তর: D
7. His friend accused him of spilling the beans. The bold faced phrase means –
A. cooking beans
B. buying coins
C. revealing secrets
D. spilling a bag of beans
সঠিক উত্তর: C
8. ‘It has made it possible for people all over the planet to reach out and touch someone.’ The blue faced word refers to –
A. NASA
B. www
C. Microchip
D. Pacemaker
সঠিক উত্তর: A
9. Poetry in every language celebrates beauty and truth.
A. So does art.
B. So as art.
C. As well as art.
D. Why not art?
সঠিক উত্তর: A
10. ‘A mechanical organization’ should not be related to a –
A. workshop
B. warehouse
C. butcher shop
D. university
সঠিক উত্তর: C
11. The idiom which is not related to the concept: ‘a positive attitude.
A. sour grapes
B. get up and go
C. shot in the arm
D. rose-tinted glasses
সঠিক উত্তর: A
12. The early 20th century Bangladeshi Diaspora in Britain was chiefly a _____phenomenon.
A. non-professional
B. specific region based
C. predominant
D. well planned
সঠিক উত্তর: C
13. Elizabeth unwillingly undertook the sea voyage.’ The passive form of the sentence is –
A. The sea voyage was undertaken by Elizabeth unwillingly.
B. The sea voyage is undertaken by Elizabeth unwillingly.
C. Unwillingly by Elizabeth, the sea voyage undertaken.
D. The sea voyage had undertaken by Elizabeth unwillingly.
সঠিক উত্তর: C
14. __________ is not a synonym of the word ‘snarl.
A. Confusion
B. Disarray
C. Intricacy
D. Disentangle
সঠিক উত্তর: D
15. There are several likely reasons why Asians are not prioritized in medical research in the West. The blue faced word is used as a/an –
A. conjunction
B. noun
C. verb
D. adjective
সঠিক উত্তর: C
A. to start
B. incorporate
C. to defend
D. to focus
সঠিক উত্তর: A
2. Make an appropriate question from this – statement: “The class will begin at 8.30 a.m.”
A. When will the class held?
B. Where will the class be held?
C. When the class will begin?
D. At what time will the class begin?
সঠিক উত্তর: A
3. Choose the correct spelling from the following
A. ntijen
B. Antegen
C. Antigen
D. Antygen
সঠিক উত্তর: C
4. The Peace movement tends to oppose the_____of dangerous technologies and weapons of mass destruction
A. extermination
B. smuggling
C. minimization
D. proliferation
সঠিক উত্তর: C
5. Shilpi insisted me my going home-
A. from
B. on
C. to
D. in
সঠিক উত্তর: B
6. Change into reported form: “I’ll have a cup of tea”, my friend said, “because I’m not hungry.
A. My friend said that he will have a cup of tea because he wasn’t hungry.
B. My friend said that he would have had a cup of tea because he wasn’t hungry.
C. My friend said that he had had a cup of tea because he wasn’t hungry.
D. My friend said that he would have a cup of tea because he wasn’t hungry.
সঠিক উত্তর: D
7. His friend accused him of spilling the beans. The bold faced phrase means –
A. cooking beans
B. buying coins
C. revealing secrets
D. spilling a bag of beans
সঠিক উত্তর: C
8. ‘It has made it possible for people all over the planet to reach out and touch someone.’ The blue faced word refers to –
A. NASA
B. www
C. Microchip
D. Pacemaker
সঠিক উত্তর: A
9. Poetry in every language celebrates beauty and truth.
A. So does art.
B. So as art.
C. As well as art.
D. Why not art?
সঠিক উত্তর: A
10. ‘A mechanical organization’ should not be related to a –
A. workshop
B. warehouse
C. butcher shop
D. university
সঠিক উত্তর: C
11. The idiom which is not related to the concept: ‘a positive attitude.
A. sour grapes
B. get up and go
C. shot in the arm
D. rose-tinted glasses
সঠিক উত্তর: A
12. The early 20th century Bangladeshi Diaspora in Britain was chiefly a _____phenomenon.
A. non-professional
B. specific region based
C. predominant
D. well planned
সঠিক উত্তর: C
13. Elizabeth unwillingly undertook the sea voyage.’ The passive form of the sentence is –
A. The sea voyage was undertaken by Elizabeth unwillingly.
B. The sea voyage is undertaken by Elizabeth unwillingly.
C. Unwillingly by Elizabeth, the sea voyage undertaken.
D. The sea voyage had undertaken by Elizabeth unwillingly.
সঠিক উত্তর: C
14. __________ is not a synonym of the word ‘snarl.
A. Confusion
B. Disarray
C. Intricacy
D. Disentangle
সঠিক উত্তর: D
15. There are several likely reasons why Asians are not prioritized in medical research in the West. The blue faced word is used as a/an –
A. conjunction
B. noun
C. verb
D. adjective
সঠিক উত্তর: C
DU সাধারন জ্ঞান mcq প্রশ্নের উত্তর
১.‘কোর্ট অব রেকর্ড বলা হয় যে আদালতকে (The court attributed as the Court of Record’ is) –
A. সুপ্রিম কোর্ট (Supreme Court)
B. হাই কোটি (High Court)
C. জজ কোর্ট (Judge Court)
D. ম্যাজিস্ট্রেট কোর্ট (Magistrate Court)
সঠিক উত্তর: A
২. সদ্যঘােষিত ‘আউকুস’ চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয় (The country not included in the recently announced ‘AUKUS pact is) –
A. জাপান (Japan)
B. যুক্তরাষ্ট্র (USA)
C. যুক্তরাজ্য (UK)
D. অস্ট্রেলিয়া (Australia)
সঠিক উত্তর: A
স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে (Devaluation of localcurrency)
A. আমদানী বাড়ে (increases import)
B. রপ্তানী বাড়ে (increases export)
C. বাজেট ঘাটতি বাড়ে ( increases budget deficit)
D. রপ্তানী কমে (decreases export)
সঠিক উত্তর: B
৪. ২০২০ সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র হলাে (The film which won the best film award at Oscar 2020 is) –
A. মিনারি (Minari)
B. প্যারাসাইট (Parasite)
C. হােয়াইট টাইগার (White Tiger)
D. মারেজ স্টোরি (Marriage Story)
সঠিক উত্তর: B
৫. পৃথিবী সূর্যের (৩য়) নিকটতম গ্রহ (The earth is the nearest planet of the sun.)
A. ২য় (2nd)
B. ৩য় (3rd)
C. ৪র্থ (4th)
D. ৫ম (5th)
সঠিক উত্তর: B
৬. রংপুরে যে ক্ষুদ্র নৃগােষ্ঠীর বাস (The ethnic community which lives in Rangpur is) –
A. রাজবংশী (Rajbangshi)
B. মাহাতো (Mahato)
C. বম (Bawm)
D. মুন্ডা (Munda)
সঠিক উত্তর: A
৭. নিচের যে পত্রিকাটি ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয় (In 1971, the newspaper published from Bangladesh free area is) –
A. পূর্বাণী (Purbani)
B. দেশের কথা (Desher kotho)
C. বিপ্লবী কথা (Biplobi katha)
D. জয় বাংলা (Joy Banglo)
সঠিক উত্তর: D
৮. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল _ had an important role in establishing the University of Dhaka.)
A. ধীরেন্দ্রনাথ দত্ত (Dhirendranath Datta)
B. মওলানা মােহাম্মদ আকরম খাঁ (Maulana Mohammad Akram Khan)
C. আবুল হাশিম (Abul Hashim)
D. নবাব নওয়াব আলী চৌধুরী (Nabab Nawab Ali Chowdhury)
সঠিক উত্তর: D
৯. বাংলাদেশের সংবিধানের যে ভাগে মৌলিক অধিকার (The fundamental rights are stated in the_part of the Constitution of Bangladesh) –
A. ১ম (1)
B. ২য় (2nd)
C. ৩য় (3)
D. ৪র্থ (4th)
সঠিক উত্তর: C
১০. নিচের যে দেশটি জাতিসংঘ নিরাপত্তা রিষদের স্থায়ীদস্য নয় (The country which is not the permanent member of the UN Security Council.)
A. ফ্রান্স (France)
B. চীন (China)
C. রাশিয়া (Russia)
D. জার্মানি (Germany)
সঠিক উত্তর: D
১১. সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ প্রতিযােগিতায় যে কয়টি সিরিজে বাংলাদেশ জয়লাভ করেছে (Till September 2021, Bangladesh won_ international T-20 series) –
A. ২ টি (2)
B. ৭ টি (7)
C. ৮ টি (৪)
D. ৯ টি (9)
সঠিক উত্তর: C
১২. বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার ছিলেন (The High Commissioner of Bangladesh Mission in London during the Liberation War of Bangladesh was) –
A. এম হােসেন আলী (M. Hossain Ali)
B. আবু সাঈদ চৌধুরী (Abu Sayeed Chowdhury)
C. এস, এ, করিম (S.A. Karim)
D. এম. আর. সিদ্দিকী (M: R. Siddiqi)
সঠিক উত্তর: B
১৩. দি ওয়েলথ অব নেশনসগ্রন্থের রচয়িতা (The author of the book The Wealth of Nations is) –
A. অ্যাডাম স্মিথ (Adam Smith)
B. চার্লস টেইলর (CharleTayer
C. জিডব্লিউ, এফ, হেগেল (G.W.F.Hege)
D. কার্ল মার্কস (Karl Marx)
সঠিক উত্তর: A
১৪. বঙ্গবন্ধু-ঘোষিত ছয় দফা দাবির যে দফায় পৃথক মুদ্রাব্যবস্থার প্রসঙ্গ রয়েছে (According to the Six-Point Demand declared by Bangabandhu, the separate currency system is mentioned in the demand number) –
A. ২(2)
B. ৩ (3)
C. ৪ (4)
D. ৫ (5)
সঠিক উত্তর: B
১৫. নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ (The following which is an ancient Janapada of Bengal) –
A. চন্দ্রদ্বীপ (Chandradwip)
B. ময়নামতি (Mainarnati)
C. হেরিকেল (Harikela)
D. পাটালীপুত্র (Pataliputra)
সঠিক উত্তর: C
16. রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন ‘কলােসিয়াম হলো (An architectural heritage of Roman civilization, ‘Colosseum’is a) –
A. খেলার মাঠ (Playground)
B. নাট্যশালা (Theatre)
C. বিশ্ববিদ্যালয় (University)
D. উপাসনালয় (Temple)
সঠিক উত্তর: B
A. সুপ্রিম কোর্ট (Supreme Court)
B. হাই কোটি (High Court)
C. জজ কোর্ট (Judge Court)
D. ম্যাজিস্ট্রেট কোর্ট (Magistrate Court)
সঠিক উত্তর: A
২. সদ্যঘােষিত ‘আউকুস’ চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয় (The country not included in the recently announced ‘AUKUS pact is) –
A. জাপান (Japan)
B. যুক্তরাষ্ট্র (USA)
C. যুক্তরাজ্য (UK)
D. অস্ট্রেলিয়া (Australia)
সঠিক উত্তর: A
স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে (Devaluation of localcurrency)
A. আমদানী বাড়ে (increases import)
B. রপ্তানী বাড়ে (increases export)
C. বাজেট ঘাটতি বাড়ে ( increases budget deficit)
D. রপ্তানী কমে (decreases export)
সঠিক উত্তর: B
৪. ২০২০ সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র হলাে (The film which won the best film award at Oscar 2020 is) –
A. মিনারি (Minari)
B. প্যারাসাইট (Parasite)
C. হােয়াইট টাইগার (White Tiger)
D. মারেজ স্টোরি (Marriage Story)
সঠিক উত্তর: B
৫. পৃথিবী সূর্যের (৩য়) নিকটতম গ্রহ (The earth is the nearest planet of the sun.)
A. ২য় (2nd)
B. ৩য় (3rd)
C. ৪র্থ (4th)
D. ৫ম (5th)
সঠিক উত্তর: B
৬. রংপুরে যে ক্ষুদ্র নৃগােষ্ঠীর বাস (The ethnic community which lives in Rangpur is) –
A. রাজবংশী (Rajbangshi)
B. মাহাতো (Mahato)
C. বম (Bawm)
D. মুন্ডা (Munda)
সঠিক উত্তর: A
৭. নিচের যে পত্রিকাটি ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয় (In 1971, the newspaper published from Bangladesh free area is) –
A. পূর্বাণী (Purbani)
B. দেশের কথা (Desher kotho)
C. বিপ্লবী কথা (Biplobi katha)
D. জয় বাংলা (Joy Banglo)
সঠিক উত্তর: D
৮. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল _ had an important role in establishing the University of Dhaka.)
A. ধীরেন্দ্রনাথ দত্ত (Dhirendranath Datta)
B. মওলানা মােহাম্মদ আকরম খাঁ (Maulana Mohammad Akram Khan)
C. আবুল হাশিম (Abul Hashim)
D. নবাব নওয়াব আলী চৌধুরী (Nabab Nawab Ali Chowdhury)
সঠিক উত্তর: D
৯. বাংলাদেশের সংবিধানের যে ভাগে মৌলিক অধিকার (The fundamental rights are stated in the_part of the Constitution of Bangladesh) –
A. ১ম (1)
B. ২য় (2nd)
C. ৩য় (3)
D. ৪র্থ (4th)
সঠিক উত্তর: C
১০. নিচের যে দেশটি জাতিসংঘ নিরাপত্তা রিষদের স্থায়ীদস্য নয় (The country which is not the permanent member of the UN Security Council.)
A. ফ্রান্স (France)
B. চীন (China)
C. রাশিয়া (Russia)
D. জার্মানি (Germany)
সঠিক উত্তর: D
১১. সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ প্রতিযােগিতায় যে কয়টি সিরিজে বাংলাদেশ জয়লাভ করেছে (Till September 2021, Bangladesh won_ international T-20 series) –
A. ২ টি (2)
B. ৭ টি (7)
C. ৮ টি (৪)
D. ৯ টি (9)
সঠিক উত্তর: C
১২. বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার ছিলেন (The High Commissioner of Bangladesh Mission in London during the Liberation War of Bangladesh was) –
A. এম হােসেন আলী (M. Hossain Ali)
B. আবু সাঈদ চৌধুরী (Abu Sayeed Chowdhury)
C. এস, এ, করিম (S.A. Karim)
D. এম. আর. সিদ্দিকী (M: R. Siddiqi)
সঠিক উত্তর: B
১৩. দি ওয়েলথ অব নেশনসগ্রন্থের রচয়িতা (The author of the book The Wealth of Nations is) –
A. অ্যাডাম স্মিথ (Adam Smith)
B. চার্লস টেইলর (CharleTayer
C. জিডব্লিউ, এফ, হেগেল (G.W.F.Hege)
D. কার্ল মার্কস (Karl Marx)
সঠিক উত্তর: A
১৪. বঙ্গবন্ধু-ঘোষিত ছয় দফা দাবির যে দফায় পৃথক মুদ্রাব্যবস্থার প্রসঙ্গ রয়েছে (According to the Six-Point Demand declared by Bangabandhu, the separate currency system is mentioned in the demand number) –
A. ২(2)
B. ৩ (3)
C. ৪ (4)
D. ৫ (5)
সঠিক উত্তর: B
১৫. নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ (The following which is an ancient Janapada of Bengal) –
A. চন্দ্রদ্বীপ (Chandradwip)
B. ময়নামতি (Mainarnati)
C. হেরিকেল (Harikela)
D. পাটালীপুত্র (Pataliputra)
সঠিক উত্তর: C
16. রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন ‘কলােসিয়াম হলো (An architectural heritage of Roman civilization, ‘Colosseum’is a) –
A. খেলার মাঠ (Playground)
B. নাট্যশালা (Theatre)
C. বিশ্ববিদ্যালয় (University)
D. উপাসনালয় (Temple)
সঠিক উত্তর: B
১৭. জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন। (the prolocutor of the National Parliament is the) –
A. প্রধানমন্ত্রী (Prime Minister) B. চিফ হুইপ (Chlef Whip
C. সাধারণ সম্পাদক (General Secretary) D. স্পীকার (Speaker)
সঠিক উত্তর: B
১৮. ২০২১-২০২২ সালের উন্নয়ন বাজেটে যে খাতে ২য় সর্বোট বরাদ্দ রাখা হয়েছে (The highest allocated sector of the development budget of 2021-2022 is) –
A. স্বাস্থ্য
B. শিক্ষা ও প্রযুক্তি
C. পরিবহন যোগাযোগ
D. কৃষি
সঠিক উত্তর: C
১৯. যে দেশ থেকে একনীরা বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্সের অর্থ প্রেরণ ক্মনাল
The highest remittance sent by the expatriate Bangladeshists from) –
A. সৌদি আরব (Saudi Arabia) B. যুক্তরাজ্য (United Kingdom)
C. আরব আমিরাত(United Arab Emirates)
D. যুক্তরাষ্ট্র (United States of America)
সঠিক উত্তর: C
২০. ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণে ২০২১ সালের আন্তর্জাতিক মাতৃভাষা । _________ received the “International Mother Language Award of 2021” for protecting mother languages of the small ethnic communities) –
A. সঞ্জীব দ্রং (Sanjeeb Drong)
B. মথুরা নিকাশ ত্রিপুরা (Mathura Bikash Tripura)
C. জ্যোতি প্রকাশ চাকমা (Jyoti Prokash Chakma)
D. জুরি মং (Juri Mong)
সঠিক উত্তর: B
২১. যে প্রোগ্রামিং ল্যাংগুয়েজে সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহৃত হয় না ?
A. সিসি+ (C++)
B. ম্যাটল্যাব(Matlab)
C. ফক্সপ্রো (Foxpro)
D. প্রোলগ(Prolog)
সঠিক উত্তর: D
২২. স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই ডেটা ট্রান্সমিট করার প্রক্রিয়াকে বলা হয়_ট্রান্সমিশন (Transmitting data without saving in any storage device is called_transmission.)
A আসিনক্রোনাস (asynchronous)
B সিমপ্লেক্স (smplex)
C নিক্রোনাস (synchronous)
D আইসােক্রোনাস (sochronous)
সঠিক উত্তর: A
23. সি প্রোগ্রামিং ভাষায় দুটি সংখ্যার তুলনা করার জন্য ব্যবহৃত একটি রিলেশনাল অপারেটর হলাে (A relational operator Used for comparing two numbers in programming language is)
A =?
B=!
C >_
D <
সঠিকক উত্তর: D
24, ‘ঈদগাঁও', 'মধ্যনগর' এবং 'দাসার’ হলাে ('Eidgaon',
Modhyonagar' and 'Dasar'are) -
A নবনির্মিত পর্যটন কেন্দ্র (newly established tourist spots)
B নতুন আবিষ্কৃত কয়লাখনি (newly discovered coal mines)
C সদ্য প্রতিষ্ঠিত উপজেলা (newly established Upazilas) )
D নবনির্মিত ইপিজেড (newly established EPZS)
সঠিক উত্তর: C
25. “ইউনেস্কো-বাংলাদেশ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক
পুরস্কার” যে বিষয়ে ঘােষিত হয়েছে (The "UNESCO-Bangladesh
'Bangabandhu Sheikh Mujibur Rahman' International
Prize" is announced in the field of -
A নারীর ক্ষমতায়ন (women empowerment)
B সমাজকল্যাণ (social welfare)
C দারিদ্র দূরিকরণ (poverty eradication)
D সৃষ্টিশীল অর্থনীতি (creative econorn's)।
সঠিক উত্তর: D
26.কোভিড-১৯-এর ৩ ডােজের টিকা 'আবদালা'-র আবিষ্কারক
01" (The three shot COVID-19 vaccine
'Abdala' is developed by) -
A স্পেন (Spain)
B কিউবা (Cuba)
C রাশিয়া (Russia)
D জার্মানি (Germany)
সঠিক উত্তর: B
27, “ইলামতি’ হলাে ('llamoti' B)–
A একটি চলচ্চিত্র (a flm)
B এক ধরনের আম (a variety of mango)
C একটি উপন্যাস (a nowed)
D এক ধরনের ধান (a variety of paddy)
সঠিক উত্তর: B
28.‘নহর-ই-যুবাইদা' যেখানে অবস্থিত ('Nehr-e-Zubaida
is situated in) -
A মক্কা (Mecca)
B মদিনা (Medina)
C বাগদাদ (Baghdad)
D দামেস্ক (Damascus)
সঠিক উত্তর: C
29.২২তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে যে শহরে
(The 22" Commonwealth Games will be held
in the city of) -
A বর্মিংহাম (Birminghar)
B মেলবাের্ন (Melbourne)।
C কুয়ালালামপুর (Kuala Lumpur)
D সিঙ্গাপুর সিটি (Singapore City)
সঠিক উত্তর: A
30. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন প্রথম যে দেশ সফর
U (As the President of the US, loe Biden first visited) -
A যুক্তরাজ্য (The Un'ted Kingdom)
B রাশিয়া (Russia)
C ফ্রান্স (France)
D বেলজিয়াম (Belgium)
সঠিক উত্তর: A