সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

আসসামুয়ালাইকুম বন্ধুরা। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর এর ১ম পর্ব। খুব দ্রুতই আমরা সৌরজগৎ ও বিভিন্ন প্রশ্ন ও উত্তরের ২য় পর্ব প্রকাশ করব। আমাদের এই আর্টিকেল এ সৌরজগৎ সম্পর্কে ৫০ টি প্রশ্ন ও উত্তর দেওয়া আছে যা আপনাদের চাকরি সহ বিভিন্ন পরীক্ষায় সাহায্য করবে। সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন।



          সৌরজগৎ


১. সৌরজগৎ কি?
উত্তর: সূর্য এবং তার গ্রহ উপগ্রহ গ্রহাণুপুঞ্জের ধুমকেতু উল্কা প্রভৃতি নিয়ে যে পরিবার তাকে বলা হয় সৌরজগৎ।

২. সৌরজগতের প্রাণকেন্দ্র কি
উত্তর: সূর্য

৩. সৌরজগতের মোট গ্রহ কয়টি?
উত্তর: ৮ টি

৪. সূর্য পৃথিবী অপেক্ষা কত গুণ বড়?
উত্তর: ১৩ লক্ষ গুণ

৫. সূর্য পৃথিবী থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত?
উত্তর: ১৫ কোটি কিলোমিটার

৬. সূর্যের ব্যাস কত?
উত্তর: ১৩ লক্ষ ৮৪ হাজার কিলোমিটার

৭. পৃথিবীর উপরিভাগের উষ্ণতা কত ডিগ্রী সেলসিয়াস?
উত্তর: ৫৭০০০ ডিগ্রি সেলসিয়াস

৮. সূর্যের শতকরা কত ভাগ হাইড্রোজেন?
উত্তর: ৫৫ ভাগ

৯. সূর্যের শতকরা কত ভাগ হিলিয়াম?
উত্তর: ৪৪ ভাগ

১০. সূর্যের মধ্যে মাঝে মাঝে যে কালো দাগ দেখা যায় তাকে কি বলে?
উত্তর: সৌরকলঙ্ক ( Sun Spot)

১১. সূর্য কত দিনে নিজ অক্ষের অপর একবার আবর্তন করে?
উত্তর: ২৫ দিনে

১২. সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
উত্তর: বুধ

১৩. সৌরজগতে সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ কোনটি?
উত্তর: বুধ

১৪. বুধ এর ব্যাস কত?
উত্তর: ৪৮৫০ কি.মি

১৫. বুধ গ্রহকে সূর্যের চারিদিকে পরিভ্রমন করতে কত দিন লাগে?
উত্তর: ৮৮ দিন

১৬. সূর্য থেকে বুধের দূরত্ব কত?
উত্তর: ৫.৮ কি.মি

১৭. বুধের আয়তন কত?
উত্তর: ৭৪৮০০.০০০ বর্গ কি.মি

১৮. বুধ গ্রহের কোনো উপগ্রহ আছে কি না?
উত্তর: নেই

১৯. সূর্য থেকে দূরত্ব দিক দিয়ে দ্বিতীয় অবস্থান কোন গ্রহের?
উত্তর: শুক্র গ্রহ

২০. সূর্য থেকে শুক্রের দূরত্ব কত কিলোমিটার?
উত্তর: ১০.৮ কিলোমিটার

২১. শুক্র গ্রহকে ভোরে পূর্বের আকাশে কি রূপে দেখতে পাওয়া যায়?
উত্তর: শুকতারা

২২. শুক্র গ্রহকে পশ্চিম আকাশে দেখতে কি রুপে দেখতে পাওয়া যায়?
উত্তর: সন্ধ্যাতারা

২৩. সূর্যকে একবার পরিক্রমণ করতে কত সময় লাগে?
উত্তর: 225 দিন

২৪. শুক্র গ্রহের কোন উপগ্রহ আছে কিনা?
উত্তর: নেই

২৫. শুক্র গ্রহে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ শতকরা কত ভাগ?
উত্তর: ৯৬ ভাগ

২৬. শুক্র গ্রহের আয়তন কত?
উত্তর ৪৬০,২৩০,০০০ বর্গকিলোমিটার

২৭. শুক্র গ্রহের ব্যাস কত কিলোমিটার?
উত্তর: ১২১০৪ কি.মি

২৮. সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি?
উত্তর: পৃথিবী

২৯. পৃথিবীর আয়তন কত বর্গ কিলোমিটার? উত্তর: ৫১০,১০০,৪২২ কি.মি

৩০. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত কিলোমিটার?
উত্তর: ১৫ কোটি কিলোমিটার

৩১. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?
উত্তর: ৩৬৫ দিন ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড

৩২. পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত ডিগ্রী সেলসিয়াস?
উত্তর: ১৩.৯০ ডিগ্রি সেলসিয়াস

৩৩. পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব কত কিলোমিটার?
উত্তর: ৩,৮১,৫০০ কি.মি

৩৪. চাঁদের পৃথিবীকে একবার পরিক্রমণ করতে কত সময় লাগে?
উত্তর: ২৯ দিন ১২ ঘন্টা

৩৫.  সূর্য থেকে দূরত্ব দিক দিয়ে পৃথিবীর পরে কার অবস্থান?
উত্তর: মঙ্গল

৩৬. সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কত কোটি কিলোমিটার?
উত্তর: ২২.৮ কোটি

৩৭. পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কত কোটি কিলোমিটার?
উত্তর: ৭.৮ কোটি কিলোমিটার

৩৮. মঙ্গল গ্রহের ব্যাস কত কিলোমিটার?
উত্তর: ৬৭৭৯ কিলোমিটার

৩৮. মঙ্গল গ্রহের আয়তন কত বর্গ কিলোমিটার?
উত্তর: ১৪৪,৭৯৮,৫০০ বর্গ কি.মি

৩৯. সূর্যকে পরিক্রমণ করতে মঙ্গল গ্রহের কত সময় লাগে?
উত্তর: ৬৮৭ দিন

৪০. নিজ অক্ষের উপর আবর্তন করতে মঙ্গলগ্রহের কত সময় লাগে?
উত্তর: ২৪ ঘন্টা ৩৭ মিনিট

৪১. মঙ্গল গ্রহের বায়ুমন্ডলে শতকরা কত ভাগ নাইট্রোজেন আছে?
উত্তর: ৩ ভাগ

৪২. মঙ্গল গ্রহের বায়ুমন্ডলে শতকরা কত ভাগ আরগন গ্যাস আছে?
উত্তর: ২ ভাগ

৪৩. মঙ্গল গ্রহের কয়টি উপগ্রহ রয়েছে?
উত্তর: ২ টি

৪৪.মঙ্গল গ্রহের উপগ্রহ দুটি কি কি?
উত্তর: ডিমোস ও ফেবোস

৪৫. সর্ববৃহৎ গ্রহ কোনটি?
উত্তর: বৃহস্পতি

৪৬. পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি?
উত্তর: চাঁদ

৪৭.  বৃহস্পতি গ্রহের ব্যাস কত কিলোমিটার?
উত্তর: ১,৩৯,৮২২

৪৮. বৃহস্পতি গ্রহ সূর্য থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত?
উত্তর: ৭৭.৮ কোটি

৪৯. বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ রয়েছে?
উত্তর: ৬৭ টি

৫০. ইউরোপা কোন গ্রহের উপগ্রহ?
উত্তর: বৃহস্পতি

আরও পড়ুন: